What is the cause of Ophelia's death?
A
She is poisoned by Claudius.
B
She is stabbed by a stray sword during a fight.
C
She dies of a broken heart in her chambers.
D
She drowns in a river.
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে রাণী গারট্রুড একটি দুঃখময় এবং কাব্যময় বক্তব্যে ওপেলিয়ার মৃত্যুর বর্ণনা দেন। তিনি জানান, পিতার মৃত্যুজনিত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওপেলিয়া নদীর ধারে ফুল দিয়ে মালা গাঁথছিল।
-
ওপেলিয়া একটি উইলো গাছে উঠেছিল, কিন্তু ডাল ভেঙে গিয়ে সে পানিতে পড়ে যায়।
-
প্রথমে তার পোশাক ভেসে থাকতে সাহায্য করে, আর সে পুরোনো গানের টুকরো গাইতে থাকে, যেন বিপদ সম্পর্কে কোনো ধারণাই নেই।
-
ধীরে ধীরে পোশাক ভিজে ভারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে টেনে নিচে নামিয়ে মৃত্যু ঘটায়।
তাহলে সঠিক উত্তরঃ She drowns in a river.
0
Updated: 1 month ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 2 months ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com
0
Updated: 2 months ago
Who disguises himself as Poor Tom in King Lear?
Created: 3 months ago
A
Edgar
B
Edmund
C
Kent
D
Gloucester
0
Updated: 3 months ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 months ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস
1
Updated: 3 months ago