What is the cause of Ophelia's death?
A
She is poisoned by Claudius.
B
She is stabbed by a stray sword during a fight.
C
She dies of a broken heart in her chambers.
D
She drowns in a river.
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকের চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে রাণী গারট্রুড একটি দুঃখময় এবং কাব্যময় বক্তব্যে ওপেলিয়ার মৃত্যুর বর্ণনা দেন। তিনি জানান, পিতার মৃত্যুজনিত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওপেলিয়া নদীর ধারে ফুল দিয়ে মালা গাঁথছিল।
-
ওপেলিয়া একটি উইলো গাছে উঠেছিল, কিন্তু ডাল ভেঙে গিয়ে সে পানিতে পড়ে যায়।
-
প্রথমে তার পোশাক ভেসে থাকতে সাহায্য করে, আর সে পুরোনো গানের টুকরো গাইতে থাকে, যেন বিপদ সম্পর্কে কোনো ধারণাই নেই।
-
ধীরে ধীরে পোশাক ভিজে ভারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে টেনে নিচে নামিয়ে মৃত্যু ঘটায়।
তাহলে সঠিক উত্তরঃ She drowns in a river.

0
Updated: 22 hours ago
Shakespeare's 'The Merchant of Venice' is a play about-
Created: 1 week ago
A
A Moor
B
A Jew
C
A Roman
D
A Turk
“The Merchant of Venice” – By William Shakespeare
১. নাটকের সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Five-act Comedy
-
রচনার সময়: 1596–97
-
মূল বিষয়: একটি ইহুদি সুদখোর (Shylock) ও একজন ব্যবসায়ী (Antonio) এর মধ্যে সংঘটিত ঘটনার গল্প।
Summary:
-
Shylock একজন ইহুদি moneylender।
-
Antonio জরুরি প্রয়োজনে Shylock থেকে টাকা ধার নেন।
-
Shylock শর্ত দেন, যদি Antonio নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারেন, তাহলে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, কিন্তু তার বন্ধুরা সমস্যার সমাধান করে।
-
শেষ পর্যন্ত Shylock শাস্তি ভোগ করেন।
২. প্রধান চরিত্রসমূহ
-
Antonio – ব্যবসায়ী
-
Shylock – ইহুদি moneylender
-
Portia – Antonio এর বন্ধু ও আইনজীবী
-
Bassanio – Antonio এর বন্ধু
-
Jessica – Shylock এর কন্যা
৩. William Shakespeare সম্পর্কে
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচিতি: English poet, dramatist, actor
-
খ্যাতি: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets
৪. Shakespeare-এর উল্লেখযোগ্য কাজ
Tragedies:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
Comedies:
-
As You Like It, The Tempest, Twelfth Night, The Merchant of Venice, A Midsummer Night’s Dream

0
Updated: 1 week ago
Who is the first to be murdered by Macbeth?
Created: 1 month ago
A
Duncan
B
Banquo
C
Macduff’s family
D
The guards
ম্যাকবেথ আগে রাজা ডানকানকে হত্যা করে। রাজা ডানকানকে হত্যার পর ম্যাকবেথ রাজার প্রহরীদের হত্যা করে। সে এই কাজটি করে যেন তাদেরকে হত্যার দায়ে দোষারোপ করে নিজের অপরাধ আড়াল করতে পারে। এই হত্যাকাণ্ড তার নৈতিক পতনের সূচনা এবং পরবর্তী রক্তপাতের পথ প্রশস্ত করে।

1
Updated: 1 month ago
Why does Brabantio warn Othello after the marriage?
Created: 1 month ago
A
Desdemona may betray him
B
The Duke may reject the marriage
C
Othello will lose his position
D
Cassio will oppose him
Brabantio রাগ ও ঈর্ষা থেকে Othello-কে সতর্ক করে যে যেভাবে Desdemona তার বাবাকে ফাঁকি দিয়ে বিয়ে করেছে, ভবিষ্যতে সে স্বামীকেও প্রতারণা করতে পারে। এই কথা পরে Othello-র মনে সন্দেহের বীজ বপন করে।

0
Updated: 1 month ago