How does Hamlet attempt to confirm his uncle Claudius's guilt for the murder of his father?
A
He hires a spy to follow Claudius.
B
He forges a letter that details the crime.
C
He has a group of traveling actors perform a play reenacting the murder.
D
He confronts Claudius directly in front of Gertrude
উত্তরের বিবরণ
হ্যামলেট তার চাচা ক্লডিয়াসের অপরাধ প্রমাণ করার জন্য এক বিশেষ পরিকল্পনা করে। সে ভ্রমণকারী অভিনেতাদের ব্যবহার করে একটি নাটক প্রদর্শন করায়, যেখানে তার পিতার হত্যার ঘটনাটি নাট্যরূপে উপস্থাপন করা হয়। এই নাটকের মাধ্যমে হ্যামলেট চায় ক্লডিয়াসের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে, কারণ সে বিশ্বাস করে যে অপরাধী হলে রাজা অবশ্যই বিচলিত হবেন।
-
হ্যামলেট নাটকটির নাম দেয় “The Mousetrap”।
-
এতে সেই একই কৌশল দেখানো হয় যা তার পিতার আত্মা তাকে জানিয়েছিল—বাগানে ঘুমন্ত রাজাকে কানে বিষ ঢেলে হত্যা করা।
-
হ্যামলেট তার বিশ্বস্ত বন্ধু হোরাশিওকে নির্দেশ দেয় ক্লডিয়াসকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে।
-
নাটকের সময় ক্লডিয়াস দৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে, হঠাৎ উঠে ঘর ত্যাগ করে।
-
এই প্রতিক্রিয়াই হ্যামলেটকে নিশ্চিত করে যে তার পিতার আত্মা সত্যিই সঠিক কথা বলেছিল এবং ক্লডিয়াসই হত্যাকারী।

0
Updated: 22 hours ago
Why does Iago want Cassio to ask Desdemona for help?
Created: 1 month ago
A
To restore Cassio’s honor
B
To make Othello jealous
C
To prove Desdemona’s kindness
D
To test Cassio’s loyalty
Iago পরিকল্পনা করে যে Cassio যদি Desdemona-র কাছে নিজের পদ ফেরানোর জন্য অনুরোধ করে, তবে Othello-র কাছে এটি প্রেমের সম্পর্ক মনে হবে। এতে ঈর্ষা ও অবিশ্বাস বাড়বে, যা Iago-র ষড়যন্ত্রকে সফল করবে।

0
Updated: 1 month ago
In his final speech, Othello asks the Venetian officials to "Speak of me as I am" and as one who...
Created: 21 hours ago
A
"...hated wisely, but too well."
B
"...loved not wisely but too well."
C
"...was a victim of a cruel fate."
D
"...sought honor above all else."
Othello-এর শেষ বক্তৃতার এই বিখ্যাত লাইনটি তার মৃত্যুর মুহূর্তে নিজের আত্মবোধ প্রকাশ করে। তিনি নিজেকে বোঝাতে চান যে, যেভাবে তিনি Desdemona কে ভালোবেসেছেন, তা সচেতন বা যুক্তিসঙ্গত ভালোবাসা নয়, বরং অত্যধিক ভালোবাসা,
যা তাকে jealousy বা ঈর্ষার কারণে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এই লাইনটি তার আত্মসমালোচনা এবং ক্ষমা চাওয়ার চেষ্টার প্রতিফলন, যেখানে তিনি দর্শক বা পাঠকের কাছে স্পষ্ট করতে চান যে, তিনি malice বা খারাপ উদ্দেশ্য ছাড়া এই কাজ করেছেন।
-
Othello নিজের প্রেমের প্রকৃতি “loved not wisely but too well” হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ তার ভালোবাসা ছিল অতিমাত্রায় এবং প্রায় ধ্বংসাত্মক।
-
তিনি নিজেকে easily jealous নয়, কিন্তু যখন ঈর্ষা কাজ শুরু করে, তখন তা সর্বনাশা হয়ে ওঠে।
-
এই বক্তৃতা তার মানবিক দুর্বলতা এবং অতিরিক্ত আবেগের প্রভাবকে তুলে ধরে।
-
Othello চাইছেন তার জীবন ও প্রেমের সত্যিকারের চিত্র দর্শক বা পাঠকের কাছে ফুটিয়ে তোলা হোক, কোনও ভুল বা খারাপ উদ্দেশ্য ছাড়া।
এভাবে লাইনটি Othello-এর tragedy এবং আত্মজ্ঞান উভয়ই ফুটিয়ে তোলে।

0
Updated: 21 hours ago
How does Iago describe Cassio to Othello to ruin his image?
Created: 1 month ago
A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 1 month ago