In his famous "To be, or not to be" soliloquy, what is Hamlet contemplating?
A
Whether to believe the ghost or not.
B
The pros and cons of suicide.
C
If he should confess his love for Ophelia.
D
The morality of seeking revenge.
উত্তরের বিবরণ
হ্যামলেটের বিখ্যাত "To be, or not to be" স্বগতোক্তি (Act 3, Scene 1) মূলত জীবনের অর্থ এবং অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে। এখানে তিনি ভাবছেন, মানুষ কি জীবনের কষ্ট-যন্ত্রণাকে সহ্য করবে, নাকি আত্মহত্যার মাধ্যমে তার ইতি টানবে।
-
হ্যামলেটের প্রশ্ন "To be, or not to be: that is the question" সরাসরি দাঁড়ায়—বাঁচা নাকি মরা।
-
তিনি জীবনের দুঃখ-কষ্টকে "the slings and arrows of outrageous fortune" বলে বর্ণনা করেছেন।
-
মৃত্যুকে তিনি ঘুমের সাথে তুলনা করেছেন, যা সব যন্ত্রণা শেষ করতে পারে।
-
কিন্তু মৃত্যুর পর কী হতে পারে, সেই অজানা ভয় তাকে দ্বিধাগ্রস্ত করে। তিনি এটিকে বলেছেন "the undiscovered country from whose bourn / No traveller returns"।
-
এই ভয়ই মানুষকে মৃত্যুর পথ বেছে নিতে বাধা দেয় এবং জীবনের ভার বহন করতে বাধ্য করে।
-
ফলে হ্যামলেটের চিন্তাধারা আত্মহত্যার পক্ষে ও বিপক্ষে যুক্তির একটি গভীর দার্শনিক অনুসন্ধান।

0
Updated: 22 hours ago
Who says the famous line, “We are such stuff / As dreams are made on” in “The Tempest”?
Created: 3 weeks ago
A
Ariel
B
Caliban
C
Prospero
D
Ferdinand
প্রসপেরো বলেন মানুষের জীবন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। এই লাইন The Tempest নাটকের কেন্দ্রীয় থিম—অস্থায়ী জীবন ও ভ্রম।

1
Updated: 3 weeks ago
Why did Lady Macbeth not kill Duncan herself?
Created: 1 month ago
A
Duncan looks like her father
B
She fears the guards
C
She wants Macbeth to prove his manhood
D
She wants a clean conscience
Lady Macbeth বলে যে Duncan ঘুমের মধ্যে তার বাবার মতো দেখতে লাগছিল, তাই সে নিজে হত্যা করতে পারেনি। এটি তার ভিতরের মানবিক দুর্বলতার আভাস দেয়, যদিও সে Macbeth-কে হত্যায় প্ররোচিত করে।

0
Updated: 1 month ago
Why can Macduff kill Macbeth despite the prophecy?
Created: 1 month ago
A
He uses magic
B
He was born by C-section
C
He is a king
D
He tricks him
শেক্সপিয়রের "Macbeth" নাটকে ভবিষ্যদ্বাণীতে বলা হয়:
"None of woman born shall harm Macbeth."
এটি শুনে ম্যাকবেথ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কারণ সে ভাবে সকল মানুষই তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তাই কেউই তাকে হত্যা করতে পারবে না।
কিন্তু শেষে দেখা যায়, Macduff বলেন:
"Macduff was from his mother's womb untimely ripped."
অর্থাৎ, Macduff স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্মায়নি, বরং সিজারিয়ান (C-section) অপারেশনের মাধ্যমে জন্মেছিলো। তাই, সে ভবিষ্যদ্বাণীর বাইরে পড়ে, এবং ম্যাকবেথকে হত্যা করতে পারে।
এই কারণেই ভবিষ্যদ্বাণী সত্য হয়, কিন্তু ভিন্ন অর্থে – যেটা ম্যাকবেথ বুঝতে পারেনি।
সংক্ষেপে: Macduff সিজারিয়ানে জন্ম নেওয়ায় "woman born" এর ব্যতিক্রম হিসেবে গণ্য হয়, তাই সে Macbeth-কে হত্যা করতে পারে

1
Updated: 1 month ago