At the beginning of the play, what does the ghost of King Hamlet command his son, Hamlet, to do?
A
Flee Denmark to save his own life.
B
Marry Ophelia immediately for political stability.
C
Avenge his "foul and most unnatural murder."
D
Seize the throne from Claudius by force.
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকে রাজা হ্যামলেটের ভূত তাঁর ছেলে প্রিন্স হ্যামলেটের সামনে উপস্থিত হয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। ভূত জানায়, তাকে হত্যা করেছে তার নিজের ভাই ক্লডিয়াস, যে এখন ডেনমার্কের রাজা এবং রানি গারট্রুডকে (হ্যামলেটের মা) বিয়ে করেছে।
-
ভূত হ্যামলেটকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেয়।
-
সে বলে, "If thou didst ever thy dear father love... Revenge his foul and most unnatural murder."
-
ভূতের মূল দাবি হলো ক্লডিয়াসকে হত্যা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
-
তবে ভূত হ্যামলেটকে তার মা রানি গারট্রুডকে আঘাত না করতে নির্দেশ দেয়।
-
সবশেষে, ভূতের প্রধান ও স্পষ্ট আদেশ হলো ক্লডিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া।
তাই সঠিক উত্তর হলো Option C।

0
Updated: 22 hours ago
Why does Hamlet kill Polonius?
Created: 1 month ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 1 month ago
How does Othello die?
Created: 1 month ago
A
Stabbed by Iago
B
Poisoned
C
Suicide
D
Killed by guards
Desdemona-কে হত্যা করার পর সত্য জেনে Othello অনুশোচনায় ভুগে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। এটি তার অপরাধবোধের চরম প্রকাশ।

0
Updated: 1 month ago
What does Miranda famously say upon seeing other men for the first time?
Created: 1 month ago
A
“What fools these mortals be!”
B
“How beauteous mankind is!”
C
“Frailty, thy name is woman!”
D
“All the world’s a stage!”
Miranda যখন প্রথম অন্য মানুষদের দেখে, তখন বিস্ময়ে বলে—“How beauteous mankind is!”। সে মানব সমাজকে সৌন্দর্য ও বিস্ময়ের দৃষ্টিতে দেখে। এই উক্তি মানবতার প্রতি আশাবাদ প্রকাশ করে এবং নাটকের পুনর্মিলন ও মানবিক ভালোবাসার থিমকে সমর্থন করে।

2
Updated: 1 month ago