At the beginning of the play, what does the ghost of King Hamlet command his son, Hamlet, to do?
A
Flee Denmark to save his own life.
B
Marry Ophelia immediately for political stability.
C
Avenge his "foul and most unnatural murder."
D
Seize the throne from Claudius by force.
উত্তরের বিবরণ
হ্যামলেট নাটকে রাজা হ্যামলেটের ভূত তাঁর ছেলে প্রিন্স হ্যামলেটের সামনে উপস্থিত হয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। ভূত জানায়, তাকে হত্যা করেছে তার নিজের ভাই ক্লডিয়াস, যে এখন ডেনমার্কের রাজা এবং রানি গারট্রুডকে (হ্যামলেটের মা) বিয়ে করেছে।
-
ভূত হ্যামলেটকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেয়।
-
সে বলে, "If thou didst ever thy dear father love... Revenge his foul and most unnatural murder."
-
ভূতের মূল দাবি হলো ক্লডিয়াসকে হত্যা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
-
তবে ভূত হ্যামলেটকে তার মা রানি গারট্রুডকে আঘাত না করতে নির্দেশ দেয়।
-
সবশেষে, ভূতের প্রধান ও স্পষ্ট আদেশ হলো ক্লডিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া।
তাই সঠিক উত্তর হলো Option C।
0
Updated: 1 month ago
Who says the famous line “O, beware, my lord, of jealousy”?
Created: 2 months ago
A
Othello
B
Iago
C
Cassio
D
Roderigo
এই উক্তি Iago করে ওথেলোকে সতর্ক করার ভান করে। আসলে সে কৌশলে ঈর্ষার বিষ ঢুকিয়ে দেয় ওথেলোর মনে। এই লাইনটি নাটকের থিম “jealousy is the green-eyed monster” কে সামনে আনে এবং ট্র্যাজিক পরিণতির ভিত্তি তৈরি করে।
0
Updated: 2 months ago
Shakespeare's "Hamlet" is a prince of-
Created: 1 month ago
A
France
B
Denmark
C
Scotland
D
England
Hamlet হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রতিপাদ্য ট্র্যাজেডি। এটি ৫ acts বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা হয়, পরে ১৬০৩ সালে প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
কাহিনী আবর্তিত হয়েছে ডেনমার্কের যুবরাজ Hamlet-এর জীবন ও সংকটের চারপাশে।
-
Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
সত্য উদঘাটনের পর Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চায় এবং নানা ঘটনার মধ্য দিয়ে ট্র্যাজেডির কাহিনী এগোয়।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যুর মাধ্যমে নাটকটির সমাপ্তি ঘটে।
-
নাটকটি প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা, প্রেম, স্বার্থপরতা, মানসিক অবস্থার পরিবর্তন, এবং জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপন করে।
প্রসিদ্ধ উক্তি:
-
"To be or not to be, that is the question"
-
"Frailty, thy name is woman"
-
"Brevity is the soul of wit"
-
"Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend"
-
"There is divinity that shapes our end"
উৎস:
0
Updated: 1 month ago
Which Shakespeare play has a shipwreck?
Created: 3 months ago
A
The Tempest
B
Macbeth
C
Othello
D
King Lear
0
Updated: 3 months ago