W. B. Yeats is -
A
British author
B
American author
C
Irish author
D
French author
উত্তরের বিবরণ
W. B. Yeats:
-
William Butler Yeats (1865–1939) একজন Irish poet এবং playwright।
-
১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
-
তিনি প্রতিষ্ঠা করেন Abbey Theatre (Irish National Theatre Society) এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
-
Yeats একজন Modern period-এর প্রভাবশালী লেখক।
রচিত নাটকসমূহ:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
প্রখ্যাত কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Resurrection
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
0
Updated: 1 month ago
What theme connects “The Second Coming” with Modernism?
Created: 1 month ago
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।
1
Updated: 1 month ago
What kind of glimmer is seen at midnight in the poem?
Created: 1 month ago
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the poet’s attitude toward the physical body in "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
The body is a source of strength and vitality
B
The body is an obstacle to spiritual growth
C
The body should be celebrated
D
The body is a symbol of political power
Yeats "Sailing to Byzantium" কবিতায় শরীরকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় হিসেবে দেখছেন। তিনি মনে করেন, শরীর শারীরিক পৃথিবী ও তাত্ত্বিক আনন্দের প্রতি আকৃষ্ট করে, যা আত্মিক অমরত্বের পথে বাধা সৃষ্টি করে। কবি চাচ্ছেন শরীর থেকে মুক্ত হয়ে আত্মার অমরত্ব খুঁজে পেতে।
3
Updated: 1 month ago