Major Barbara is written by
A
George Bernard Shaw
B
Charles Dickens
C
Ernest Hemingway
D
Major Barbara is written by
উত্তরের বিবরণ
Major Barbara:
-
George Bernard Shaw রচিত Major Barbara একটি Social Satire।
-
নাটকটি 3-act-এ বিভক্ত।
-
এটি ১৯০৫ সালে লেখা হয় এবং ১৯০৭ সালে প্রথম প্রকাশিত হয়।
-
কাহিনীটি মূলত লন্ডনের Salvation Army-তে কর্মরত একজন আদর্শবাদী তরুণী Barbara Undershaft-এর আশেপাশে ঘুরে, যিনি গরীবদের সহায়তা করেন।
George Bernard Shaw:
-
তিনি একজন বিখ্যাত Irish playwright এবং critic।
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
-
তার উপাধি: The greatest modern English dramatist এবং তাঁকে বলা হয় The father of modern English literature।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
0
Updated: 1 month ago
Which of the following is written by George Bernard Shaw?
Created: 1 month ago
A
The Mayor of Casterbridge
B
David Copperfield
C
A Farewell to Arms
D
Candida
'Candida' নাটকটি George Bernard Shaw রচনা করেছেন।
Candida:
-
এটি একটি কমেডি ধাঁচের নাটক, রচনা করেছেন G.B. Shaw।
-
নাট্যকার আধুনিক যুগের অন্যতম সেরা নাট্যকার G.B. Shaw।
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র Candida, যিনি স্বামী James Mavor Morell, একজন ধর্মযাজক, এর সঙ্গে বসবাস করেন।
-
এক সফর থেকে ফেরার পর, Candida-এর প্রতি আকৃষ্ট হয় তরুণ কবি Eugene Marchbanks, যিনি মনে করেন Candida তার দাম্পত্য জীবনে সুখী নন।
-
Candida থাকে ত্রিভুজ প্রেমের কেন্দ্রবিন্দুতে।
Main Characters:
-
Candida
-
Miss Proserpine Garnett
-
The Reverend James Mavor Morell
-
The Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
-
Eugene Marchbanks
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম George Bernard Shaw।
-
তিনি আধুনিক যুগের একজন প্রখ্যাত নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
'Drama of ideas' রচনার জন্য বিখ্যাত।
-
তার সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
Famous Plays of G.B. Shaw:
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/Play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)
Other Works for Comparison:
-
The Mayor of Casterbridge – Novel by Thomas Hardy
-
David Copperfield – Novel by Charles Dickens
-
A Farewell to Arms – Novel by Ernest Hemingway
0
Updated: 1 month ago
Who authored 'Major Barbara'?
Created: 4 weeks ago
A
G.B. Shaw
B
Daniel Defoe
C
Ernest Hemingway
D
Henrik Ibsen
George Bernard Shaw রচিত ‘Major Barbara’ একটি সামাজিক ব্যঙ্গধর্মী নাটক।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘Major Barbara’ রচয়িতা G. B. Shaw।
-
এটি একটি Social Satire বা সামাজিক ব্যঙ্গধর্মী নাটক।
-
নাটকটি ৩ অঙ্কে বিভক্ত (Three-act play)।
-
এটি ১৯০৫ সালে লেখা এবং ১৯০৭ সালে প্রথম প্রকাশিত হয়।
-
কাহিনিতে দেখা যায়, Barbara Undershaft নামের এক আদর্শবাদী তরুণী লন্ডনের Salvation Army-তে মেজর হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করেন।
G. B. Shaw (1856–1950):
-
তাঁর পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।
-
তিনি Fabian Society-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।
-
তাঁকে বলা হয় “The greatest modern English dramatist” এবং “The father of modern English literature”।
G. B. Shaw-এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Man and Superman (Comedy play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Saint Joan (St. Joan of Arc)
0
Updated: 4 weeks ago
“There are two tragedies in life. One is to lose your heart's desire. The other is to gain it.”
This is said by-
Created: 1 month ago
A
Thomas Hardy
B
George Bernard Shaw
C
William Shakespeare
D
Francis Bacon
George Bernard Shaw-এর উক্তি এবং নাটক “Man and Superman” সাহিত্যে গভীর প্রভাব ফেলে। Shaw-এর বিখ্যাত উক্তি: “There are two tragedies in life. One is to lose your heart's desire. The other is to gain it.” – এই উক্তিটি তার নাটক Man and Superman থেকে নেওয়া। নাটকটি প্রেম, বিবাহ, সমাজ এবং দার্শনিক চিন্তাধারার ওপর আলোকপাত করে এবং Shaw-এর “life force” ধারণা ফুটিয়ে তোলে।
-
Man and Superman
-
লেখক: George Bernard Shaw
-
প্রকাশ: ১৯০৩ সালে, ৪টি অংশবিশিষ্ট নাটক
-
ধরণ: বুদ্ধিদীপ্ত নাটক, প্রেম, বিবাহ, সমাজ ও দার্শনিক আলোচনার সমন্বয়
-
মূল চরিত্র: John Tanner – স্বাধীনচেতা, বুদ্ধিমান পুরুষ, যিনি বিয়ে ও সামাজিক বাধা থেকে মুক্ত থাকতে চান
-
Ann Whitefield – চতুর মেয়ে, Tanner-কে বিয়ে করার পরিকল্পনা করে
-
বিখ্যাত অংশ: “Don Juan in Hell”, যেখানে জীবন ও নৈতিকতা নিয়ে গভীর দার্শনিক আলোচনা হয়
-
থিম: প্রকৃতির উদ্দেশ্য হলো মানুষের উন্নতি এবং উচ্চতর মানবজাতি (Superman) সৃষ্টি করা
-
-
মূল চরিত্রসমূহ:
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
-
-
নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Liberty means responsibility. That is why most men dread it.”
-
“Criminals do not die by the hands of the law. They die by the hands of other men.”
-
"There is no love sincerer than the love of food."
-
"A lifetime of happiness! No man alive could bear it: it would be hell on earth."
-
"Home is the girl's prison and the woman's workhouse."
-
"The more things a man is ashamed of, the more respectable he is."
-
"Democracy substitutes election by the incompetent many for appointment by the corrupt few."
-
-
George Bernard Shaw (1856-1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক, Modern period এর নাট্যকার
-
নোবেল পুরস্কার: ১৯২৫ সালে
-
বিখ্যাত নাটক: Pygmalion, যার ভিত্তিতে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়
-
-
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)
-
0
Updated: 1 month ago