What was George Orwell’s real name?
A
Thomas Stearns Eliot
B
Eric Arthur Blair
C
William Golding
D
Aldous Huxley
উত্তরের বিবরণ
George Orwell (মূল নাম: Eric Arthur Blair) একজন বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমালোচক।
-
তিনি Animal Farm (1945) এবং Nineteen Eighty-Four (1949) উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
-
Nineteen Eighty-Four-এ তিনি একনায়কতন্ত্রের বিপদ ও ব্যক্তিস্বাধীনতার উপর হুমকি তুলে ধরেছেন।
-
তার প্রথম বই Down and Out in Paris and London (1933) “George Orwell” নামে প্রকাশিত হয়।
-
Orwell নামটি তিনি River Orwell (East Anglia) থেকে গ্রহণ করেন।
-
তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করে একজন সাহিত্যের রাজনৈতিক বিদ্রোহী হিসেবে আত্মপ্রকাশ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter (Novel)
-
A Hanging (Short Essay)
-
Burmese Days (Novel)
-
Coming Up for Air (Book)

0
Updated: 23 hours ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 day ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 1 day ago
Who says "Et tu, Brute?" in Shakespeare’s play?
Created: 2 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Othello
D
Cassius
Julius Caesar
-
রচনা: William Shakespeare, Historical Play & Tragedy
-
লেখা: 1599–1600, প্রকাশ: 1623 (First Folio)
-
মূল বিষয়: রাজনৈতিক ষড়যন্ত্র ও Caesar-এর হত্যা
-
ঘটনা: Brutus সহ ষড়যন্ত্রকারীরা Caesarকে March-এর Ides-এ হত্যা করে
-
Famous line: "Et tu, Brute?" (“তুমিও, Brutus?”)
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon
-
মোট রচনা: 37 plays, 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Other Famous Quotes
-
"Cowards die many times before their death."
-
"The greatest enemy will hide in the last place you would ever look."

0
Updated: 2 weeks ago
Why does Prospero cherish Miranda above all else?
Created: 1 month ago
A
She is his only child
B
She is a loyal servant
C
She helps in magic
D
She rules the island
Miranda Prospero-র একমাত্র সন্তান। তার মায়ের মৃত্যু হয়েছে, তাই Prospero তার সমস্ত ভালোবাসা ও যত্ন মেয়ের ওপর ঢেলে দেয়। Miranda-কে কেন্দ্র করেই Prospero জীবনের আশা, ভবিষ্যৎ ও পুনর্জীবনের প্রতীক খুঁজে পায়। তাই তিনি সর্বদা তাকে রক্ষা ও স্নেহ করেন।

1
Updated: 1 month ago