Who is known as the 'Poet of Nature'?
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
উত্তরের বিবরণ
William Wordsworth হলো ‘Poet of Nature’ হিসেবে সুপরিচিত এবং তিনি Romantic Period-এর প্রধান কবিদের একজন। Wordsworth প্রকৃতিকে কেন্দ্র করে রচনা করেছেন, তাই তিনি প্রধানত একজন nature poet হিসেবে বিবেচিত। তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ পর্যন্ত England-এর Poet Laureate ছিলেন। Romantic Period-এর সূচনা ঘটে যখন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে Lyrical Ballads প্রকাশ করেন। যদিও এটি যৌথ প্রকাশনা, Wordsworth-এর অবদান সর্বাধিক হওয়ায় তাকে The father of Romantic Age বলা হয়।
উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Play: The only play by Wordsworth is The Borderers.

0
Updated: 23 hours ago
With whom did Wordsworth jointly publish Lyrical Ballads?
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Lyrical Ballads ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে প্রকাশ করেন। এ বইয়ের কিছু বিখ্যাত কবিতা হলো Wordsworth-এর Tintern Abbey এবং Coleridge-এর The Rime of the Ancient Mariner। এই যৌথ প্রচেষ্টা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। Coleridge কল্পনার গভীরতা আনেন, আর Wordsworth প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনকে কেন্দ্রে আনেন। ফলে এই গ্রন্থ যুগান্তকারী হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
Which poem reflects on childhood and memory?
Created: 1 month ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
Dover Beach
D
The Tower

0
Updated: 1 month ago
The most famous romantic poet of English literature is –
Created: 1 month ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
১৭৯৮ সালে Oscar Wilde-এর Art for Art's Sake স্লোগান নিয়ে William Wordsworth & S. T. Coleridge রচিত Preface to Lyrical Ballads প্রকাশের মাধ্যমে Romantic Age-এর যাত্রা শুরু হয়। ১৭৯৮ সালে প্রকাশিত Lyrical Ballads-এ মোট কবিতা রয়েছে ২৩টি। যার মধ্যে ১৯টি Wordsworth-এর এবং বাকি ৪টি S. T. Coleridge-এর। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন- • William Wordsworth • S. T. Coleridge • Lord Byron • P.B. Shelly • John Keats • Jane Austen • Charles Lamb • Alexander Pushkin

0
Updated: 1 month ago