The Passionate Shepherd to His Love is written by
A
P.B. Shelley
B
W.B. Yeats
C
Christopher Marlowe
D
John Keats
উত্তরের বিবরণ
The Passionate Shepherd to His Love হলো Christopher Marlowe-এর রচিত একটি pastoral poem, যা ১৫৯৯ সালে প্রকাশিত হয়। কবিতায় একজন passionate shepherd তাঁর প্রিয়াকে গ্রামে সঙ্গে বসবাস করার জন্য আকর্ষণ করেন।
Christopher Marlowe:
-
তিনি একজন Elizabethan poet।
-
তিনি University Wit-এর একজন সদস্য ছিলেন।
-
Shakespeare-এর আগে তিনি ছিলেন English drama-এর একজন গুরুত্বপূর্ণ লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse প্রতিষ্ঠার জন্য পরিচিত।
প্রধান কাজসমূহ:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
0
Updated: 1 month ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 2 months ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.
0
Updated: 2 months ago
"Fools that will laugh on earth, most weep in hell." — This famous quotation is taken from -
Created: 1 month ago
A
Paradise Lost
B
Doctor Faustus
C
The Divine Comedy
D
The Rape of the Lock
"Fools that will laugh on earth, most weep in hell." - এই লাইনটি ক্রিস্টোফার মার্লোর (Christopher Marlowe) নাটক "ডক্টর ফস্টাস" (Doctor Faustus) থেকে নেওয়া হয়েছে।
"ডক্টর ফস্টাস":
নাটকটির পুরো নাম "দ্য ট্র্যাজিকাল হিস্টোরি অফ ডি. ফস্টাস" (The Tragicall History of D. Faustus)।
১৬০৪ সালে প্রকাশিত এটি একটি পাঁচ-অ্যাক্টের নাটক।
"ডক্টর ফস্টাস"-এ মার্লো ফস্টাসের গল্প বলেছেন, যিনি একজন ডাক্তার থেকে জাদুবিদ্যায় আগ্রহী হয়ে জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তানের সাথে চুক্তি করেন।
এই নাটকে, ডক্টর ফস্টাস এবং মেফিস্টোফিলিস (Mephistopheles), যিনি নাটকের শয়তানের মধ্যস্থতাকারী, তাদের চরিত্রগুলো সূক্ষ্মভাবে এবং শক্তিশালীভাবে চিত্রিত হয়েছে।
এই নাটকে মেফিস্টোফিলিস হলো মূর্ত শয়তান (The embodiment of evil)।
নাটকের কেন্দ্রীয় চরিত্র ডক্টর ফস্টাস, যিনি অপরিসীম ক্ষমতা লাভের আশায় শয়তান অর্থাৎ মেফিস্টোফিলিসের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছিলেন। তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে তিনি জ্ঞান ও শক্তি লাভ করতে পারেন। পরবর্তীতে ভালো এবং মন্দ এই দুই ফেরেশতা ডক্টর ফস্টাসকে প্রভাবিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি ফিরে আসতে চাইলেও শেষ পর্যন্ত ডক্টর ফস্টাস বুঝতে পারেন যে তার ফেরার আর কোনো সুযোগ নেই।
"ডক্টর ফস্টাস" নাটকের কিছু উক্তি:
"Pluck up your hearts, since fate still rests our friend."
"Hell is just a frame of mind."
"Fools that will laugh on earth, most weep in hell."
"Money can't buy love, but it improves your bargaining position."
"He that loves pleasure must for pleasure fall."
"The stars move still, time runs, the clock will strike."
"It is a comfort to the wretched to have companions in misery."
"Sweet Helen, make me immortal with a kiss."
ক্রিস্টোফার মার্লো:
তিনি একজন এলিজাবেথীয় যুগের (Elizabethan poet) কবি এবং ইউনিভার্সিটি উইট (University Wit) ছিলেন।
শেক্সপিয়রের আগেও তিনি ইংরেজি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক ছিলেন।
তিনি বিশেষত নাটকীয় ব্ল্যাঙ্ক ভার্স (dramatic blank verse) প্রতিষ্ঠার জন্য পরিচিত।
উল্লেখযোগ্য কাজ:
ডক্টর ফস্টাস (Doctor Faustus)
এডওয়ার্ড দ্বিতীয় (Edward II)
হিরো অ্যান্ড লিয়ান্ডার (Hero and Leander)
টাম্বুরলেইন দ্য গ্রেট (Tamburlaine the Great)
দ্য জু অফ মাল্টা (The Jew of Malta) ইত্যাদি।
অন্যান্য বিকল্প:
ক) প্যারাডাইস লস্ট (Paradise Lost): জন মিলটনের (John Milton) লেখা একটি কবিতা।
গ) দ্য ডিভাইন কমেডি (The Divine Comedy): দান্তে আলিঘিয়েরির (Dante Alighieri) লেখা একটি কবিতা।
ঘ) দ্য রেপ অফ দ্য লক (The Rape of the Lock): আলেকজান্ডার পোপের (Alexander Pope) লেখা একটি কবিতা।
0
Updated: 1 month ago
'Sweet Helen, make me immortal with a kiss'. The sentence has been taken from the play -
Created: 2 months ago
A
Romeo and Juliet
B
Caesar and Cleopatra
C
Doctor Faustus
D
Antony and Cleopatra
প্রশ্ন:
“Sweet Helen, make me immortal with a kiss” এই লাইনটি কাদের দ্বারা বলা হয়েছে এবং কোন নাটক থেকে নেওয়া হয়েছে?
উত্তর:
এই লাইনটি Doctor Faustus নাটক থেকে নেওয়া হয়েছে, যা রচনা করেছেন Christopher Marlowe।
Doctor Faustus সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
নাটকের পূর্ণ নাম: The Tragical History of the Life and Death of Doctor Faustus।
-
এটি ৫ অংশের (5 acts) একটি নাটক।
-
প্রথম প্রকাশ: ১৬০৪ সালে।
-
কাহিনী সংক্ষেপ: ডক্টর ফাউস্টাস একজন জ্ঞানী ডাক্তার, যিনি ক্ষমতা ও জ্ঞান লাভের জন্য শয়তান Mephistopheles এর সাথে আত্মা বিক্রির চুক্তি করেন।
-
নাটকে Mephistopheles কে শয়তানের রূপ হিসেবে দেখানো হয়েছে।
-
ফাউস্টাসের ওপর প্রভাব ফেলে দুটি ফেরেশতা: Good Angel এবং Bad Angel। যদিও তিনি ফিরে আসার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত নিজ কাজের ফল ভোগ করতে হয়।
Doctor Faustus-এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Doctor Faustus (Faust)
-
Mephistopheles
-
Lucifer
-
Wagner
-
Robin
-
Clown
-
Beelzebub
-
Rafe
-
Valdes & Cornelius
-
Martino & Frederick
-
Helen of Troy
-
Good Angel
-
Bad Angel
কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি (Quotes):
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“Was this the face that launched a thousand ships?”
সংখ্যাত্মক তুলনা:
-
Romeo and Juliet এবং Antony and Cleopatra — নাটকীয় ট্র্যাজেডি, লেখা William Shakespeare।
-
Caesar and Cleopatra — ট্র্যাজেডি, লেখা G. B. Shaw।
সূত্র: Britannica, Live MCQ Lecture
0
Updated: 2 months ago