'স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক' উক্তিটি কে করেছেন?
A
লর্ড এ্যাকটন
B
অধ্যাপক ডাইসি
C
অধ্যাপক লাস্কি
D
জি, ডি, এইচ, কোল
উত্তরের বিবরণ
সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক নিয়ে সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানে দুটি প্রধান মতবাদ প্রচলিত আছে। কিছু মতবাদ মনে করে এই দুইটি পরস্পর বিরোধী, আবার কিছু মতবাদ মনে করে এগুলো পরস্পর সম্পূরক।
-
স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী:
-
এই মতবাদে ধরা হয় যে একটির উপস্থিতি অপরটির মৃত্যু ঘটায়।
-
লর্ড এ্যাকটন (Lord Acton) এই মতের প্রবক্তা। তিনি বলেন, সাম্য ব্যক্তি স্বাধীনতার উপর সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করে।
-
এ মতবাদে স্বাধীনতার অর্থ দাঁড়ায় নিয়ন্ত্রণবিহীন স্বাধীনতা যা প্রকৃতিতে স্বেচ্ছাচারিতার নামান্তর।
-
সাম্য এখানে বোঝায় সুযোগের সমতা, তবে বাস্তবে সকল মানুষ সমান নয়।
-
এই দৃষ্টিভঙ্গি সমালোচিত কারণ এটি স্বাধীনতার প্রকৃত অর্থকে বিকৃত করে।
-
-
স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক:
-
এই মতবাদে দেখা যায় যে সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বরং একে অপরের সহায়ক।
-
স্বাধীনতার প্রকৃত অর্থ হলো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার ক্ষমতা।
-
সাম্য ছাড়া স্বাধীনতা কার্যকর হতে পারে না; অসাম্য স্বাধীনতার অন্তরায় এবং তার ধ্বংসকারী।
-
অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে নাগরিক স্বাধীনতা বিনষ্ট হয়।
-
এই মতের প্রবক্তা হলেন জি. ডি. এইচ. কোল (G. D. H. Cole) ও আর. এইচ. টনী (R. H. Tawny)। তারা মনে করেন, সাম্যের উপস্থিতি স্বাধীনতার জন্য অপরিহার্য।
-
হার্বার্ট এ. ডীন (Herbert A. Deane) বলেন, "স্বাধীনতা ও সাম্য একে অপরের বিরোধী নয়, বরং একই আদর্শের ভিন্ন দিক।"
-
আধুনিক গণতান্ত্রিক সমাজে এই ধারণা এক গুরুত্বপূর্ণ সত্য হিসেবে বিবেচিত।
-

0
Updated: 1 day ago
সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয় সাধন করে তৈরি করে -
Created: 1 day ago
A
ভাববাদ ও স্বজ্ঞাবাদ
B
পুঁজিবাদ
C
পূর্ণতাবাদ
D
ক ও গ
পূর্ণতাবাদ হলো নৈতিক ও দার্শনিক একটি মতবাদ, যা সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয় সাধন করে মানুষের সর্বোচ্চ কল্যাণ বা আত্মোপলব্ধি অর্জনের উপর জোর দেয়। এটি অনুসারে, মানুষের পূর্ণতা বা আত্মোপলব্ধিই নৈতিকতার মানদণ্ড।
-
পূর্ণতাবাদের মূল ধারণা:
-
প্লেটোর মতে, বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে কামনা ও বাসনার প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করলে মানুষের পূর্ণতা বা কল্যাণ আসে।
-
এরিস্টটলের মতে, সদগুণ অনুযায়ী মানুষের অন্তর্নিহিত শক্তির পূর্ণ বাস্তবায়নই পূর্ণতা।
-
মানব জীবনের উৎকর্ষতা ইন্দ্রিয়জ অনুভূতির পরিবর্তে বুদ্ধির উপর নির্ভর করে।
-
-
সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয়:
-
পূর্ণতাবাদের মতে, পূর্ণতা বা আত্মোপলব্ধিই নৈতিকতার মানদণ্ড।
-
আত্মোপলব্ধি বলতে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ বোঝায়।
-
পূর্ণ বিকাশের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তি বাস্তবায়িত হয়।
-
যেহেতু মানুষ বিচারবুদ্ধিসম্পন্ন, তাই পূর্ণতা লাভ বা আত্মোপলব্ধিতে ইন্দ্রিয় প্রবৃত্তি ও বিচারবুদ্ধি উভয়কেই বিবেচনা করতে হয়।
-
এ দার্শনিক বক্তব্য পূর্ণতাবাদ সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে।
-

0
Updated: 1 day ago
'অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি”-কে বলেছেন?
Created: 1 day ago
A
লাস্কি
B
অস্টিন
C
ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
D
হবস
অর্থনৈতিক স্বাধীনতা মানুষের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তি তার যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারে এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্ত থাকে। এটি রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
-
লাস্কির মতে, অর্থনৈতিক স্বাধীনতা হলো “প্রতিনিয়ত বেকারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্ত থাকা এবং দৈনিক জীবিকার্জনের সুযোগ থাকা।”
-
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট বলেন, অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি।
-
অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।
-
অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো:
-
যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার,
-
বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা প্রাপ্তির অধিকার,
-
রুগ্ন বা অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন,
-
উপযুক্ত মজুরি অর্জনের অধিকার।
-

0
Updated: 1 day ago
'Animal Liberation' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 day ago
A
পিটার সিঙ্গার
B
টমাস হবস
C
রাসেল
D
ইমানুয়েল কান্ট
পিটার সিঙ্গার একজন অস্ট্রেলিয়ান নৈতিক দার্শনিক, যিনি প্রিন্সটন ইউনিভার্সিটির বায়োএথিক্স ইমেরিটাস ইরা ডব্লিউ. ডিক্যাম্প অধ্যাপক পদে ছিলেন। তার ব্যবহারিক নীতিবিদ্যার বৈশিষ্ট্য হলো তথ্যগত উপাদানের উপর ভিত্তি করে দর্শনের প্রয়োগ করা। তিনি বলেন, “তথ্য যেখানে থেমে যায়, দর্শন সেখান থেকে শুরু হয়” এবং “দার্শনিকরা তাদের স্বীয় কাজে ফিরে এসেছে”।
-
বিখ্যাত গ্রন্থ: Animal Liberation
-
এই গ্রন্থে উপযোগবাদ গ্রহণ না করেও অ-মানব প্রাণীর প্রতি আমাদের আচরণের উপর গুরুত্বপূর্ণ দার্শনিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
-
গ্রন্থের প্রায় দুই-তৃতীয়াংশ অংশে অ-মানব প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব ও আচরণ নিয়ে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়েছে।

0
Updated: 1 day ago