'স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক' উক্তিটি কে করেছেন?

A

লর্ড এ্যাকটন

B

অধ্যাপক ডাইসি 


C

অধ্যাপক লাস্কি

D

জি, ডি, এইচ, কোল

উত্তরের বিবরণ

img

সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক নিয়ে সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানে দুটি প্রধান মতবাদ প্রচলিত আছে। কিছু মতবাদ মনে করে এই দুইটি পরস্পর বিরোধী, আবার কিছু মতবাদ মনে করে এগুলো পরস্পর সম্পূরক।

  • স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী:

    • এই মতবাদে ধরা হয় যে একটির উপস্থিতি অপরটির মৃত্যু ঘটায়।

    • লর্ড এ্যাকটন (Lord Acton) এই মতের প্রবক্তা। তিনি বলেন, সাম্য ব্যক্তি স্বাধীনতার উপর সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করে।

    • এ মতবাদে স্বাধীনতার অর্থ দাঁড়ায় নিয়ন্ত্রণবিহীন স্বাধীনতা যা প্রকৃতিতে স্বেচ্ছাচারিতার নামান্তর।

    • সাম্য এখানে বোঝায় সুযোগের সমতা, তবে বাস্তবে সকল মানুষ সমান নয়।

    • এই দৃষ্টিভঙ্গি সমালোচিত কারণ এটি স্বাধীনতার প্রকৃত অর্থকে বিকৃত করে।

  • স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক:

    • এই মতবাদে দেখা যায় যে সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বরং একে অপরের সহায়ক।

    • স্বাধীনতার প্রকৃত অর্থ হলো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার ক্ষমতা।

    • সাম্য ছাড়া স্বাধীনতা কার্যকর হতে পারে না; অসাম্য স্বাধীনতার অন্তরায় এবং তার ধ্বংসকারী।

    • অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে নাগরিক স্বাধীনতা বিনষ্ট হয়।

    • এই মতের প্রবক্তা হলেন জি. ডি. এইচ. কোল (G. D. H. Cole) ও আর. এইচ. টনী (R. H. Tawny)। তারা মনে করেন, সাম্যের উপস্থিতি স্বাধীনতার জন্য অপরিহার্য।

    • হার্বার্ট এ. ডীন (Herbert A. Deane) বলেন, "স্বাধীনতা ও সাম্য একে অপরের বিরোধী নয়, বরং একই আদর্শের ভিন্ন দিক।"

    • আধুনিক গণতান্ত্রিক সমাজে এই ধারণা এক গুরুত্বপূর্ণ সত্য হিসেবে বিবেচিত।


Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয় সাধন করে তৈরি করে -

Created: 1 day ago

A

ভাববাদ ও স্বজ্ঞাবাদ

B

পুঁজিবাদ


C

পূর্ণতাবাদ

D

ক ও গ

Unfavorite

0

Updated: 1 day ago

 'অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি”-কে বলেছেন?

Created: 1 day ago

A

লাস্কি

B

অস্টিন

C

ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট

D

হবস

Unfavorite

0

Updated: 1 day ago

'Animal Liberation' গ্রন্থের রচয়িতা কে? 

Created: 1 day ago

A

পিটার সিঙ্গার

B

টমাস হবস 

C

রাসেল 


D

ইমানুয়েল কান্ট

Unfavorite

0

Updated: 1 day ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD