অধ্যাপক ডাইসি কোন গ্রন্থে আইনের অনুশাসনের তিনটি নীতি উল্লেখ করেছেন?
A
The Republic
B
An Introduction to the Law of the Constitution
C
Critique of Pure Reason
D
Perpetual Peace
উত্তরের বিবরণ
আইনের অনুশাসন বা Rule of Law আধুনিক রাষ্ট্রে এমন একটি নীতি নির্দেশ করে, যেখানে রাষ্ট্রের অন্তর্গত সকল নাগরিকের ওপর সমভাবে আইন প্রয়োগ করা হয়। এর মূল লক্ষ্য হলো সরকার, আইন প্রণেতা এবং সাধারণ নাগরিক—সবারই আইন দ্বারা নিয়ন্ত্রিত থাকা। অধ্যাপক A. V. Dicey এই নীতির অন্যতম প্রবক্তা ছিলেন এবং ১৮৮৫ সালে প্রকাশিত তাঁর "An Introduction to the Law of the Constitution" গ্রন্থে আইনের অনুশাসন তিনটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন।
-
বিশেষ ক্ষমতা প্রয়োগের অধিকারের বিলুপ্তি: সরকারের বা প্রশাসনিক কর্মকর্তাদের কোনো বিশেষ ক্ষমতা থাকবে না। প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী দোষী প্রমাণিত না হয়, ততক্ষণ তাকে শাস্তি দেওয়া যাবে না।
-
আইনের চোখে সকলের সমান অধিকারের তত্ত্ব: আইনের ওপর কেউ থাকবে না। রাষ্ট্রের সকল নাগরিক—পদমর্যাদা বা সামাজিক অবস্থার পার্থক্য ছাড়াই—আইনের অধীনে আসবে। প্রশাসনিক কর্মকর্তারাও সাধারণ নাগরিকের মতোই আইনের শৃঙ্খলা মান্য করবে এবং আইন লঙ্ঘন করলে শাস্তি ভোগ করবে।
-
সংবিধান ও দেশের নিজস্ব আইন: দেশের সংবিধান বিদেশি আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটি মূলত নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং কর্তব্য নির্ধারণে কাজ করে। সংবিধান ও বিচারালয়ের কাঠামো আইনের শাসন নিশ্চিত করে। গ্রীক দার্শনিক অ্যারিস্টটল মতে, শাসক এবং শাসিত—সকলেরই সমভাবে আইন অধীনে থাকা উচিত, সেটাই আদর্শ আইনের শাসন।
0
Updated: 1 month ago
‘জনমত আইনের অন্যতম উৎস’—এ কথাটি কে বলেছেন?
Created: 1 month ago
A
ওপেনহাইম
B
জন অস্টিন
C
হল্যান্ড
D
গেটেল
আইন হলো সেই সকল বিধিনিষেধ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যেগুলো লঙ্ঘন করলে শাস্তি ভোগ করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, আইন স্বাধীনতার শর্ত ও রক্ষক হিসেবে বিবেচিত। আইন থাকায় নাগরিকরা তাদের স্বাধীনতা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে; আইনবিহীন সমাজে স্বাধীনতা পরিণত হয় স্বেচ্ছাচারিতায়।
-
আইনের উৎস (ওপেনহাইম অনুযায়ী):
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত -
জন অস্টিনের মতে:
-
আইনের একমাত্র উৎস হলো সার্বভৌমের আদেশ।
-
-
অধ্যাপক হল্যান্ডের মতে:
-
আইনের উৎস ৬টি: প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা।
-
0
Updated: 1 month ago
'আইন হল পক্ষপাতহীন যুক্তি'-উক্তিটি কে করেছেন?
Created: 1 month ago
A
এ্যারিস্টটল
B
জন অস্টিন
C
হল্যান্ড
D
হেনরি মেইন
আইনের প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন দার্শনিক, আইনবিদ ও চিন্তাবিদের ব্যাখ্যায় ভিন্নভাবে প্রকাশ পেয়েছে। তবে প্রত্যেকেই আইনের মৌলিক বৈশিষ্ট্য ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েছেন।
-
গ্রিক দার্শনিক এ্যারিস্টটল মনে করেন, “আইন হল পক্ষপাতহীন যুক্তি।” অর্থাৎ আইন ব্যক্তিগত স্বার্থ বা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং নিরপেক্ষ যুক্তি ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
-
আইনবিদ জন অস্টিন এর মতে, “সার্বভৌম শক্তির আদেশই আইন।” তাঁর দৃষ্টিতে আইন হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা বা শাসকের নির্দেশ, যা অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হয়।
-
অধ্যাপক হল্যান্ড আইনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে— “আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয়।” অর্থাৎ আইন মানুষের সমাজজীবনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবদ্ধ করার জন্য রাজনৈতিক ক্ষমতা দ্বারা প্রয়োগিত নিয়ম।
-
স্যার হেনরি মেইন এর মতে, “আইন হল পরিবর্তনশীল, ক্রমউন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফল।” তাঁর দৃষ্টিতে আইন স্থির নয়, বরং সামাজিক পরিবর্তনের সাথে সাথে সময়ের প্রয়োজনে গড়ে ওঠে ও বিকশিত হয়।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন আইনের একটি সার্বজনীন ও উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন। তাঁর মতে, “আইন হল সমাজের সে সব সুপ্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যাদের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে।” অর্থাৎ আইন কেবল রাষ্ট্রীয় বিধি নয়, বরং সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্রীয়ভাবে সমর্থিত প্রথা ও রীতিনীতির পরিণতি।
0
Updated: 1 month ago
সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয় সাধন করে তৈরি করে -
Created: 1 month ago
A
ভাববাদ ও স্বজ্ঞাবাদ
B
পুঁজিবাদ
C
পূর্ণতাবাদ
D
ক ও গ
পূর্ণতাবাদ হলো নৈতিক ও দার্শনিক একটি মতবাদ, যা সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয় সাধন করে মানুষের সর্বোচ্চ কল্যাণ বা আত্মোপলব্ধি অর্জনের উপর জোর দেয়। এটি অনুসারে, মানুষের পূর্ণতা বা আত্মোপলব্ধিই নৈতিকতার মানদণ্ড।
-
পূর্ণতাবাদের মূল ধারণা:
-
প্লেটোর মতে, বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে কামনা ও বাসনার প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করলে মানুষের পূর্ণতা বা কল্যাণ আসে।
-
এরিস্টটলের মতে, সদগুণ অনুযায়ী মানুষের অন্তর্নিহিত শক্তির পূর্ণ বাস্তবায়নই পূর্ণতা।
-
মানব জীবনের উৎকর্ষতা ইন্দ্রিয়জ অনুভূতির পরিবর্তে বুদ্ধির উপর নির্ভর করে।
-
-
সুখবাদ ও বুদ্ধিবাদের সমন্বয়:
-
পূর্ণতাবাদের মতে, পূর্ণতা বা আত্মোপলব্ধিই নৈতিকতার মানদণ্ড।
-
আত্মোপলব্ধি বলতে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ বোঝায়।
-
পূর্ণ বিকাশের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তি বাস্তবায়িত হয়।
-
যেহেতু মানুষ বিচারবুদ্ধিসম্পন্ন, তাই পূর্ণতা লাভ বা আত্মোপলব্ধিতে ইন্দ্রিয় প্রবৃত্তি ও বিচারবুদ্ধি উভয়কেই বিবেচনা করতে হয়।
-
এ দার্শনিক বক্তব্য পূর্ণতাবাদ সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে।
-
0
Updated: 1 month ago