A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বিষ্ণু দে
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
• প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
• ‘তীর্থযাত্রী’ টি . এস . এলিয়ট' এর ‘The Journey of the Magi’ নামক কবিতার অনুবাদ। রবীন্দ্রনাথ তাঁর ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থে ‘তীর্থযাত্রী’ কবিতা নামে কবিতাটি সংকলন করেছিলেন।
- ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
অন্যদিকে,
- বিষ্ণু দে ১৯৫০ সালে ‘এলিয়েটের কবিতা’র বাংলা অনুবাদ করেন।
------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনার তরী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষলেখা ইত্যাদি।
উৎস: ‘তীর্থযাত্রী’ কবিতা ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Created: 2 months ago
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।

0
Updated: 2 months ago