If you cry wolf too often, people will stop believing you.
Here, the phrase "cry wolf" means -
A
To ask for help when it is really needed.
B
To pretend to be innocent.
C
To show courage in danger.
D
To give a false alarm repeatedly.
উত্তরের বিবরণ
• The required answer is - To give a false alarm
repeatedly.
• Cry wolf (Idiom)
- English Meaning: Call for help when it is not needed, with the effect that
one is not believed when one really does need help.
- Bangla Meaning: অপ্রয়োজনে
সাহায্য চেয়ে প্রয়োজনের সময়
সাহায্য না পাওয়া
• Example Sentence: If you cry wolf too often, people will stop
believing you.
- Bangla Meaning: যদি তুমি অপ্রয়োজনে সাহায্য
চেয়ে বেড়াও, মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে
ফেলবে।

0
Updated: 8 hours ago
Who has written the play 'Volpone'?
Created: 1 month ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
Select the correctly spelled word:
Created: 3 weeks ago
A
Acquaintence
B
Acquaintance
C
Aqueintance
D
Acquintance
• Correct Answer: খ) Acquaintance.
• Acquaintance
- English Meaning : personal knowledge : familiarity.
- Bangla Meaning : পরিচিত ব্যক্তি / চেনাশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- Example: He is just an acquaintance, not a close friend.

0
Updated: 3 weeks ago
In which literary work does the character "Clarissa" appear?
Created: 1 week ago
A
Paradise Lost
B
Macbeth
C
Queen Mab
D
The Rape of the Lock
Clarissa চরিত্রটি উপস্থিত আছে The Rape of the Lock কবিতায়, যার রচয়িতা Alexander Pope। কবিতার প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে (দুই canto), এবং ফাইনাল সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয়, যা পাঁচ canto-তে সম্প্রসারিত।
-
মূল উপজীব্য:
-
কবিতার কাহিনী একটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। যুবক Baron Belinda-এর চুলের একটি লক চুরি করে, যা একটি বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি একটি মহাকাব্যিক যুদ্ধ বা নায়কদের ঘটনার মতো। শেষ পর্যন্ত চুল আকাশে উড়ে যায়।
-
-
মূল বার্তা:
-
Alexander Pope অভিজাত সমাজের অতিরিক্ত গৌরববোধ, আড়ম্বর ও ব্যর্থতা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা ব্যঙ্গকাব্য।
-
-
Important Characters:
-
Baron, Belinda, Ariel, Clarissa, Umbriel, ইত্যাদি
-
-
Alexander Pope:
-
পরিচিত 'Mock Heroic' কবি হিসেবে
-
Homer-এর অনুবাদের জন্যও প্রসিদ্ধ
-
Neo-Classical Period-এর Augustan Age-এর কবি
-
এই যুগকে The Age of The Pope বলা হয়, কারণ Alexander Pope-এর সাহিত্যকর্মের মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার ঘটে
-
-
His Notable Poems:
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot
-
-
Other options:
-
Paradise Lost লিখেছেন John Milton
-
Macbeth লিখেছেন William Shakespeare
-
Queen Mab লিখেছেন Percy Bysshe Shelley
-

0
Updated: 1 week ago