If you cry wolf too often, people will stop believing you.
Here, the phrase "cry wolf" means -
A
To ask for help when it is really needed.
B
To pretend to be innocent.
C
To show courage in danger.
D
To give a false alarm repeatedly.
উত্তরের বিবরণ
The required answer: To give a false alarm repeatedly
Cry wolf (Idiom):
-
English Meaning: Call for help when it is not needed, with the effect that one is not believed when one really does need help.
-
Bangla Meaning: অপ্রয়োজনে সাহায্য চেয়ে প্রয়োজনের সময় সাহায্য না পাওয়া।
Example Sentence:
-
If you cry wolf too often, people will stop believing you.
-
Bangla Meaning: যদি তুমি অপ্রয়োজনে সাহায্য চেয়ে বেড়াও, মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে।
0
Updated: 1 month ago
If she had more free time, she _______ to cook Italian food.
Created: 2 months ago
A
would learned
B
have learned
C
would have learned
D
would learn
Complete sentence: If she had more free time, she would learn to cook Italian food.
-
এই বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।
Second Conditional-এর নিয়ম:
-
If + past indefinite tense, subject + would/could/might + verb (base form) + …
-
অর্থাৎ, If যুক্ত clause-এ past indefinite tense থাকবে, এবং পরবর্তী clause-এ subject + would/could/might + verb (base form) ব্যবহার হবে।
এখানে:
-
had হলো মূল verb (past indefinite)
-
would learn হলো পরবর্তী clause-এর ক্রিয়া, যা শর্ত পূরণের সম্ভাবনা নির্দেশ করছে।
0
Updated: 2 months ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 3 months ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
0
Updated: 3 months ago
Which of the following words can replace 'Tardy'?
Created: 1 month ago
A
Off hand
B
Precocious
C
Dilatory
D
Weak
Correct answer: গ) Dilatory
Tardy (adjective)
-
English Meaning: moving slowly; sluggish; delayed beyond the expected or proper time; late
-
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
Given options:
-
ক) Off hand – পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; আচরণে ভাবলেশহীন; অমনোযোগী; সংক্ষিপ্ত ও কাটখোট্টা
-
খ) Precocious – স্বাভাবিক সময়ের পূর্বে কোনো চিত্তবৃত্তি বিকশিত; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি
-
গ) Dilatory – দীর্ঘসূত্রী; ধীরগতি বা দেরিতে কাজ করা
-
ঘ) Weak – দুর্বল; ভঙ্গুর
ব্যাখ্যা:
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, tardy শব্দটি সর্বোত্তমভাবে Dilatory দ্বারা প্রতিস্থাপন করা যায়।
উৎস:
0
Updated: 1 month ago