The phrase 'By the by' means -
A
Not at all
B
Incidentally
C
Due to
D
One after the other
উত্তরের বিবরণ
The phrase ‘By the by’ means Incidentally।
By the by:
-
English Meaning: Incidentally; by the way: used as a sentence connector.
-
Bangla Meaning: প্রসঙ্গক্রমে, যাই হোক।
Other options for comparison:
-
By no means
-
English Meaning: Not at all / certainly not
-
Bangla Meaning: কোনোভাবেই না।
-
-
By reason of
-
English Meaning: Because of / due to
-
Bangla Meaning: কারণে।
-
-
By turns
-
English Meaning: One after the other / alternately
-
Bangla Meaning: পালাক্রমে।
-
0
Updated: 1 month ago
Lord of the Flies is a/an -
Created: 2 months ago
A
play
B
novel
C
poem
D
short story
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors
0
Updated: 2 months ago
Who wrote the poem 'The Second Coming?'
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে।
-
Yeats কে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে।
প্রধান কবিতাসমূহ:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
উৎস:
0
Updated: 1 month ago
There is only ____ water in the bottle.
Created: 2 months ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)
0
Updated: 2 months ago