What is the meaning of the proverb "More haste, less speed."?
A
কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
B
বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।
C
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
D
আপনি বাঁচলে বাপের নাম।
উত্তরের বিবরণ
প্রদত্ত প্রবাদ “More haste, less speed.” এর অর্থ হলো বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না। অর্থাৎ কোনো কাজ দ্রুত করার চেষ্টায় যদি অতিরিক্ত তাড়াহুড়ো করা হয়, তবে তা প্রায়শই সঠিক বা ফলপ্রসূ হয় না।
বাকি উল্লেখিত প্রবাদসমূহের অর্থ:
-
Rome was not built in a day
-
Bangla meaning: কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
-
-
A friend in need is a friend indeed
-
Bangla meaning: অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
-
-
Self-preservation is the first law of nature
-
Bangla meaning: আপনি বাঁচলে বাপের নাম।
-
0
Updated: 1 month ago
Which of the following is an antonym of "labile"?
Created: 1 month ago
A
Fickle
B
Steady
C
Criticism
D
Adept
Labile একটি বিশেষণ, যা এমন পরিস্থিতি বা বৈশিষ্ট্য নির্দেশ করে যা অপ্রত্যাশিত পরিবর্তন বা ওঠানামার অধীনে থাকে। বাংলায় এর অর্থ হলো অস্থির, পরিবর্তনশীল, স্থানান্তরপ্রবণ, চঞ্চল।
-
English Meaning: Liable to unpredictable variation or changes
-
Bangla Meaning: অস্থির; পরিবর্তনশীল; স্থানান্তরপ্রবণ; চঞ্চল
-
Synonyms:
-
Volatile (ভঙ্গুর, পরিবর্তনশীল)
-
Fickle (চঞ্চল)
-
Explosive
-
Unpredictable (অপ্রত্যাশিত, অনিশ্চিত)
-
Irregular (অনিয়মিত)
-
-
Antonyms:
-
Stable (স্থির)
-
Steady (দৃঢ়)
-
Constant (পরিবর্তনহীন, দৃঢ়)
-
Fixed (স্থির)
-
Regular (নিয়মিত)
-
-
Other Options:
-
Criticism – খুঁতসন্ধান
-
Adept – সুদক্ষ, কুশলী
-
-
Example Sentences:
-
His labile blood sugar levels require constant monitoring.
(তার অস্থির রক্তের সুগার লেভেল নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন।) -
Because her mood was labile, it was hard to predict how she would react.
(তার মেজাজ অস্থির হওয়ায়, কেমন প্রতিক্রিয়া দেখাবে তা অনুমান করা কঠিন ছিল।)
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
Complete sentence: No sooner had they started the meeting than the fire alarm went off।
-
Bangla Meaning: মিটিং শুরু হতেই ফায়ার এলার্মটা বাজতে লাগল।
-
No sooner…than হলো একটি correlative conjunction যা "করতে না করতেই / হতে না হতেই" অর্থ প্রকাশ করে।
Structure:
-
No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past tense)
নিয়মাবলী:
-
No sooner ব্যবহার করলে পরবর্তী অংশ শুরু হয় than দিয়ে (not then)।
-
Hardly had বা Scarcely had ব্যবহার হলে পরবর্তী অংশ শুরু হয় when দিয়ে।
উদাহরণ:
-
No sooner had she arrived at the station than the train departed.
-
No sooner had I finished my homework than the phone rang.
-
No sooner had we left the house than it began to rain.
0
Updated: 1 month ago
Choose the synonym of "Eminent":
Created: 2 months ago
A
Unknown
B
Famous
C
History
D
Ordinary
Eminent
-
English meaning: famous, respected, or important
-
Bangla meaning: (ব্যক্তি) প্রখ্যাত; বিশিষ্ট
Options:
ক) Unknown – অজ্ঞাত
খ) Famous – বিখ্যাত; সুবিদিত
গ) History – ইতিহাস; ইতিবৃত্ত
ঘ) Ordinary – স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা
Correct Synonym: Famous
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago