The idiom "Go over" refers to -
A
To have or show an interest in or a liking for.
B
To check something.
C
To support an idea.
D
To get into a very bad situation.
উত্তরের বিবরণ
Go over
-
English Meaning: Consider / Examine / Check something.
-
Bangla Meaning: বিবেচনা করা / খতিয়ে দেখা / পরীক্ষা করা।
Example Sentence:
-
I want to go over these plans with you again.
-
Bangla Meaning: আমি তোমার সাথে এই পরিকল্পনা আবার খতিয়ে দেখতে চাই।
অন্যান্য উল্লেখিত idioms ও তাদের অর্থ:
-
Go in for
-
English Meaning: Like or habitually take part in an activity; to have or show an interest in or a liking for.
-
Bangla Meaning: পছন্দ অথবা অভ্যাস থেকে অংশ নেওয়া / আগ্রহ প্রকাশ করা।
-
-
Go along with
-
English Meaning: To support an idea, or to agree with someone's opinion.
-
Bangla Meaning: একমত হওয়া।
-
-
Go to the dogs
-
English Meaning: To get into a very bad situation.
-
Bangla Meaning: গোল্লায় যাওয়া।
-
0
Updated: 1 month ago
Who wrote the play "Doctor Faustus"?
Created: 1 month ago
A
William Shakespeare
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Milton
“Doctor Faustus” নাটকটির রচয়িতা হলো Christopher Marlowe। নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus এবং এটি ১৬০৪ সালে প্রকাশিত হয়। নাটকটি ৫-act বিশিষ্ট একটি ট্র্যাজেডি।
-
সারসংক্ষেপ:
-
Faustus, একজন বিজ্ঞানী, শয়তান Mephistopheles এর সঙ্গে চুক্তি করে
-
Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করতে চায়
-
এই সময়ে সে বিভিন্ন অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে
-
পরিত্রাণের সুযোগ আসলেও Faustus নিজেকে ত্যাগ করতে রাজি হয় না
-
নাটকের শেষে Faustus চিরকাল শাস্তি ভোগের জন্য নরককুণ্ডে টেনে নেওয়া হয়
-
-
Important Characters:
-
Doctor Faustus, Mephistopheles, Lucifer, The Good Angel, The Evil Angel, Wagner, The Old Man, ইত্যাদি
-
-
Some Quotes from Doctor Faustus:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
-
Christopher Marlowe:
-
Elizabethan Period-এর কবি
-
পরিচিত 'The Father of English Tragedy' হিসেবে
-
একজন University Wit ছিলেন
-
-
Notable Works:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great (প্রথম নাটক)
-
Dido, Queen of Carthage
-
0
Updated: 1 month ago
What is the correct meaning of the word “jocose”?
Created: 1 month ago
A
Full of anger and hatred
B
Sad and serious
C
Full of jokes and humor
D
Deeply serious and philosophical
Correct Answer: Full of jokes and humor
Meaning: Jocose (adjective) – রসিক বা হাস্যরসপূর্ণ, যা তামাশা ও আনন্দজনিত আচরণ দ্বারা চিহ্নিত।
Synonyms:
-
Funny – মজার
-
Humorous – হাস্যরসাত্মক
-
Playful – কৌতুকপূর্ণ
-
Comic – হাস্যরসাত্মক
-
Amusing – আনন্দদায়ক
Antonyms:
-
Dull – ম্যাড়মেড়ে
-
Boring – বিষণ্ন
-
Tedious – ক্লান্তিকর
-
Dumb – নীরব, বাকশক্তিহীন
-
Serious – গম্ভীর
Other Forms:
-
Jocosely (adverb)
-
Jocosity (noun)
Other Options:
-
ক) Full of anger and hatred – এটি শত্রুতার বর্ণনা, হাস্যরস নয়।
-
খ) Sad and serious – jocose-এর বিপরীত।
-
ঘ) Deeply serious and philosophical – playful humor-এর বিপরীত।
Example Sentences:
-
But behind the jocose mood was a serious determination that farmers were sticking to their protest.
-
Some moralists have classified the jocose lie as a venial sin.
1
Updated: 1 month ago
What type of play is Arms and the Man?
Created: 1 month ago
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:
0
Updated: 1 month ago