The game is not worth the _______.
A
Fire
B
Lamp
C
Candle
D
Candlelight
উত্তরের বিবরণ
• Correct answer is - The game is not worth
the candle.
• Proverb: The game is not worth the candle.
- Bangla meaning: খাজনার
চেয়ে বাজনা বেশি।
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না
বা কোন শব্দের পরিবর্তে
তার সমার্থক শব্দ ব্যবহার করা
যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ
সেটিই সঠিক হবে।

0
Updated: 8 hours ago
What is the name of the Moor of Venice, a central character in Shakespeare’s tragedy?
Created: 1 month ago
A
Othello
B
Emilia
C
Brabantio
D
Desdemona
Othello শেকসপিয়ারের (১৬০৩–১৬০৪) রচিত একটি পাঁচ অঙ্কের ট্র্যাজেডি, যেখানে প্রধান চরিত্র Othello—উত্তর আফ্রিকার একজন Moor ও ভেনিসের সেনাপতি। গল্পে Othello ও তার স্ত্রী Desdemona-র সম্পর্কের উপর ভিলেন Iago-র ষড়যন্ত্র ও অতিরিক্ত ঈর্ষা (Othello Syndrome) ট্র্যাজেডির সৃষ্টি করে, যার ফলে Othello Desdemona-কে হত্যা করে।
Shakespeare Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তিনি ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা, “English national poet” এবং “Bard of Avon” নামে পরিচিত।
উত্তর: Othello

0
Updated: 1 month ago
Choose the synonym of "Deride":
Created: 2 weeks ago
A
Praise
B
Mock
C
Encourage
D
Respect
• Deride:
-
English meaning: to laugh at or show no respect for someone or something, because you think they are stupid or of no value.
-
Bangla meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
Options:
ক) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
খ) Mock: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
গ) Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
ঘ) Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Deride" হলো Mock।
Source: Accessible Dictionary.

0
Updated: 2 weeks ago
"To err is human, to forgive divine."
This is an example of-
Created: 1 week ago
A
Irony
B
Antithesis
C
Anaphora
D
Anaphora
“To err is human, to forgive divine.” একটি Antithesis এর উদাহরণ।
-
Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ / বিরোধালংকার):
-
এটি এমন একটি অলংকার যেখানে পরস্পর বিপরীত অর্থবোধক শব্দ বা ভাব একসঙ্গে ব্যবহৃত হয়, যা নাটকীয় বৈপরীত্য তৈরি করে।
-
Alexander Pope-এর An Essay on Criticism কবিতার এই উক্তিতে দুইটি বিপরীত ধারণা উপস্থাপিত হয়েছে:
-
To err is human → ভুল করা মানুষিক গুণ।
-
To forgive divine → ক্ষমা করা ঈশ্বরীয় গুণ।
-
-
এখানে মানুষের পার্থিব এবং ঈশ্বরীয় গুণাবলী একসাথে প্রকাশ করা হয়েছে।
-
-
অন্যান্য অলংকার বা রূপক:
-
Irony (বিদ্রূপ): বক্তব্যের বিপরীত অর্থ প্রকাশ করে। উদাহরণ: “Brutus is an honourable man.”
-
Anaphora (অনাফোরা): একই শব্দ বা বাক্যাংশের পুনরাবৃত্তি। উদাহরণ: “We shall fight on the beaches… we shall fight on the landing grounds…”
-
Paradox (কূটাভাস): আপাতদৃষ্টিতে স্ববিরোধী কিন্তু গভীর অর্থ বহন করে। উদাহরণ: “I must be cruel to be kind.” (Shakespeare, Hamlet)
-

0
Updated: 1 week ago