A leader or orator who espoused the cause of the common people is called -
A
Populist
B
Autocrat
C
Demagogue
D
Bureaucrat
উত্তরের বিবরণ
• "A leader or orator who espoused the cause of
the common people" is called - Demagogue.
• Demagogue (Noun)
- English meaning: A political leader who tries to win support by using
arguments based on emotion rather than reason.
- Bangla meaning: যে রাজনৈতিক নেতা যুক্তিতর্ক উপস্থাপনের
বদলে আবেগ উদ্দীপ্ত করে
জনসাধারণকে খ্যাপানোর চেষ্টা করেন; বক্তৃতাবাগীশ নেতা।
• Other options:
- Populist: Believing in or supporting populism (= a type of
politics that claims to represent the opinions and wishes of ordinary people).
- Bangla meaning: লোকানুবর্তী;
লোকরঞ্জনবাদী।
- Autocrat: A leader who has complete power.
- Bangla meaning: সীমাহীন
ক্ষমতার অধিকারী শাসক; একনায়ক; স্বৈরশাসক।
- Bureaucrat: An official working in an
organization or a government department, especially one who follows the rules
of the department too strictly.
- Bangla meaning: সরকারি
কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।

0
Updated: 8 hours ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
Created: 1 month ago
A
desire
B
hope
C
dream
D
Wish
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।

0
Updated: 1 month ago
The most famous satirist in English literature is -
Created: 3 weeks ago
A
Jonathan Swift
B
Alexander Pope
C
Joseph Addison
D
Richard Steel
ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ ব্যঙ্গাত্মক লেখক: Jonathan Swift
Jonathan Swift (1667–1745):
-
তিনি একজন Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
তার স্ত্রীর নাম ছিল Abigail Erick।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং Tories পার্টির পক্ষে প্যাম্পলেট লিখেছেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) রচনা হলো ‘Gulliver’s Travels’।
-
তিনি প্রায়শই ছদ্মনাম Isaac Bickerstaff ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Modest Proposal
-
Journal to Stella
-
The Battle of Books
-
A Tale of a Tub
উৎস: Britannica.com

0
Updated: 3 weeks ago
The poetic drama ‘Murder in the Cathedral’ was written by—
Created: 6 days ago
A
Harlod Pinter
B
G. B. Shaw
C
T. S. Eliot
D
Samuel Beckett
Murder in the Cathedral হলো T. S. Eliot–এর রচিত একটি কাব্য নাটক যেখানে Archbishop Thomas Becket–এর Canterbury Cathedral–এ সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাহিনি নির্মিত হয়েছে।
নাটকটি Eliot–এর নাট্যশৈলী ও ধর্মীয় দর্শনের গভীরতাকে প্রতিফলিত করে এবং আধুনিক ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান অধিকার করেছে।
T. S. Eliot সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮; সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫; লন্ডন, ইংল্যান্ড
-
তিনি ছিলেন একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক।
-
আধুনিকতাবাদী সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে তিনি সুপরিচিত।
তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো:
-
The Waste Land (১৯২২)
-
Four Quartets (১৯৪৩)
-
Murder in the Cathedral (নাটক)
-
The Sacred Wood (প্রবন্ধ সংকলন)

0
Updated: 6 days ago