The phrase "take the cake/ biscuit" means -
A
Deal decisively with a difficult or dangerous situation.
B
Act as chairperson.
C
To be the worst or best of its kind.
D
The present situation.
উত্তরের বিবরণ
Take the cake/biscuit
-
English Meaning: Be the most remarkable or foolish of its kind; to be the worst or best of its kind.
-
Bangla Meaning: নিজের প্রজাতির মধ্য সবচেয়ে ভালো বা খারাপ হওয়া।
Example Sentence:
-
My life is incredibly boring, but today took the biscuit – absolutely nothing happened.
-
Bangla Meaning: আমার চরম একঘেঁয়ে জীবনের আজকে সবচেয়ে বাজে দিন ছিল – একদম কিছুই ঘটে নাই।
অন্যান্য উল্লেখিত идиোম ও তাদের অর্থ:
-
Take the bull by the horns
-
English Meaning: Deal decisively with a difficult or dangerous situation.
-
Bangla Meaning: একটি কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়া।
-
-
Take the chair
-
English Meaning: Act as chairperson.
-
Bangla Meaning: সভাপতিত্ব করা।
-
-
The status quo
-
English Meaning: The present situation / the existing state of affairs.
-
Bangla Meaning: বর্তমান অবস্থা।
-
0
Updated: 1 month ago
According
to Sidney, the word vates in Latin means:
Created: 5 months ago
A
Writer
B
Prophet
C
Teacher
D
Speaker
Sidney-এর মতে, লাতিন শব্দ vates এর অর্থ হলো prophet বা ভবিষ্যদ্বক্তা। এই শব্দটি কবিকে ভবিষ্যদ্বাণীকারী বা সমাজের পথপ্রদর্শক হিসেবে বোঝায়। Sidney বলেন, কবিরা শুধুমাত্র গল্প বলেন না, তারা ভবিষ্যৎ দেখার মতো ক্ষমতা রাখে। তাই তারা সমাজকে ভালো পথে পরিচালিত করতে পারে। তাই এখানে prophet অর্থে vates শব্দটি ব্যবহার করা হয়েছে।
0
Updated: 5 months ago
“নাচতে না জানলে উঠোন বাঁকা” — Which English proverb matches this?
Created: 1 month ago
A
A stitch in time saves nine.
B
A burnt child always fears the fire.
C
A guilty mind is always suspicious.
D
A bad workman quarrels with his tools.
A bad workman quarrels with his tools একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো নাচতে না জানলে উঠোন বাঁকা।
-
অর্থ: কোনো কাজ ঠিকভাবে করতে না পারলে মানুষ তার যন্ত্র বা সাহায্যকারী উপকরণকে দোষারোপ করে।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A stitch in time saves nine → সময়মতো পদক্ষেপ বড় সমস্যার হাত থেকে রক্ষা করে (সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়)।
-
খ) A burnt child always fears the fire → অতীত ক্ষতি বা দুর্ঘটনা মানুষকে সতর্ক করে (ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়)।
-
গ) A guilty mind is always suspicious → অপরাধবোধ সৃষ্টিশীল সন্দেহের কারণ হয় (চোরের মন পুলিশ পুলিশ)।
-
সঠিক সমার্থক অর্থ: নাচতে না জানলে উঠোন বাঁকা।
0
Updated: 1 month ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 3 months ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
0
Updated: 3 months ago