Complete the proverb: A sleeping fox catches no ______.
A
Chick
B
Egg
C
Hen
D
Poultry
উত্তরের বিবরণ
প্রবাদটি সম্পূর্ণ হলো: “A sleeping fox catches no poultry.”
-
Bangla meaning: অলস লোক জীবনে কোনো কাজ করতে পারে না।
মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রবাদ বাক্যে শব্দের পরিবর্তন করা যায় না এবং কোনো শব্দের পরিবর্তে সমার্থক শব্দও ব্যবহার করা যায় না। তাই যেটি প্রচলিত রূপে ব্যবহৃত হয়, সেটিই সঠিক প্রবাদ।
0
Updated: 1 month ago
Which of the following is not a work by Ernest Hemingway?
Created: 1 month ago
A
Great Expectations
B
A Farewell to Arms
C
The Old Man and the Sea
D
For Whom the Bell Tolls
Correction on “Great Expectations” and Ernest Hemingway
-
Great Expectations is not a work by Ernest Hemingway. It is a novel by Charles Dickens, first published in 1860.
-
প্রধান চরিত্র: Pip (Narrator)
-
এটি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
-
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
লেখার ধরন: সহজ, স্পষ্ট, শক্তিশালী, যা ২০ শতকের আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
-
বর্ণনামূলক জীবন শৈলীও ব্যাপক জনপ্রিয়।
Notable works of Ernest Hemingway:
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
A Moveable Feast
-
Across the River and Into the Trees
-
Death in the Afternoon
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
Hills Like White Elephants
-
In Our Time
-
Islands in the Stream
-
The Fifth Column
Source:
0
Updated: 1 month ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 3 months ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
0
Updated: 3 months ago
'Fools rush in where angels fear to _____.' Complete this quote.
Created: 1 month ago
A
go
B
tread
C
walk
D
step
An Essay on Criticism হলো Alexander Pope রচিত একটি শিক্ষামূলক কবিতা, যা মূলত সাহিত্য ও সমালোচনা সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে। কবিতার বিখ্যাত লাইন "Fools rush in where angels fear to tread." নির্দেশ করে যে অভিজ্ঞতা বা বিচক্ষণতা ছাড়া কেউ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রবেশ করে। Pope এই কবিতাটি মাত্র ২২ বছর বয়সে রচনা করেন এবং এটি ১৭১১ সালে প্রকাশিত হয়।
-
লেখক: Alexander Pope (1688-1744)
-
ধরণ: Poem (Educational)
-
প্রকাশকাল: 1711
-
প্রসঙ্গ: সাহিত্য সমালোচনা এবং মানব স্বভাবের প্রতি তীক্ষ্ণ পর্যবেক্ষণ
Alexander Pope সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন poet এবং satirist
-
সমস্ত Epigrammatic ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম
কিছু বিখ্যাত উক্তি:
-
"Fools rush in where angels fear to tread."
-
"A little Learning is a dangerous Thing."
-
"To err is human, to forgive, divine."
Alexander Pope-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
An Essay on Criticism (1711)
-
The Rape of the Lock (1712-14)
-
The Dunciad (1728)
-
An Essay on Man (1733-34)
0
Updated: 1 month ago