Complete the proverb: A sleeping fox catches no ______.
A
Chick
B
Egg
C
Hen
D
Poultry
উত্তরের বিবরণ
• Complete the proverb: A sleeping fox catches
no poultry.
- Bangla Meaning: অলস
লোক জীবনে কোনো কাজ করতে
পারে না।
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

0
Updated: 8 hours ago
Which idiom fits this sentence?
"We must _____ the weather when planning the outdoor event."
Created: 1 day ago
A
take the chair
B
take the cake
C
take into account
D
take the bull by the horns
Correct Answer: take
into account.
Full Sentence: "We must take into account the
weather when planning the outdoor event."
- Take into account = Consider something before making a decision.
-This matches perfectly with the idiom "take into account" (বিবেচনা করা).
Bangla Meaning: "আমাদের বাইরের অনুষ্ঠান পরিকল্পনা করার সময় আবহাওয়াকে বিবেচনা করতে হবে।"
• Take something into account (idiom)
English Meaning: Consider something along with other factors before reaching a
decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।
Incorrect options:
ক) take the chair = to act as a
chairperson.
খ) take the cake = to be the
most remarkable (good or bad).
ঘ) take the bull by the horns = to
face a difficult situation bravely.
Example Sentence: A good architect takes into account the building's
surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

0
Updated: 1 day ago
"A Little Cloud" is a short story written by -
Created: 1 week ago
A
George Orwell
B
D. H. Lawrence
C
James Joyce
D
O' Henry
A Little Cloud হলো James Joyce–এর রচিত একটি ছোটগল্প, যা তার বিখ্যাত সংকলন Dubliners (1914)–এর অন্তর্ভুক্ত। গল্পটি ডাবলিন শহরের মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা, হতাশা এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
Characters
-
Little Chandler
-
Ignatius Gallaher
সারসংক্ষেপ
-
শান্ত স্বভাবের অফিসকর্মী Little Chandler তার পুরনো বন্ধু Gallaher–এর সঙ্গে দেখা করেন।
-
Gallaher-এর সফল জীবনের সঙ্গে নিজের সীমাবদ্ধ জীবন তুলনা করে Chandler হতাশ হয়ে পড়েন।
-
Chandler কবি হওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হয়নি; সংসার ও জীবনের একঘেয়েমিতে তিনি বিষণ্নতায় ভোগেন।
-
গল্পের শেষে Chandler সন্তানের কোলে কান্নায় ভেঙে পড়েন, যা স্বপ্নভঙ্গ এবং জীবনের শূন্যতা প্রকাশ করে।
James Joyce
-
জন্ম: ১৮৮২, ডাবলিন, আয়ারল্যান্ড
-
তিনি একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন।
-
বিংশ শতাব্দীর Modern Period–এর একজন গুরুত্বপূর্ণ novelist।
-
Ulysses হলো তার বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
Stream-of-consciousness narrative technique–এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
-
Dubliners (1914)–এ ১৫টি ছোটগল্পের সংকলন রয়েছে।
Notable Works
-
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case, ইত্যাদি।
-
Plays: Exiles
-
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach

0
Updated: 1 week ago
He has finished in no time.
Here, 'no' is-
Created: 5 days ago
A
Noun
B
Pronoun
C
Adjective
D
Adverb
‘He has finished in no time.’ এখানে ‘no’ একটি adjective। এটি “time” শব্দকে নির্দিষ্ট করছে, তাই এটি একটি পরিমাণসূচক adjective।
No (adjective):
-
English meaning: not any; hardly any; very little
-
Bangla meaning: (১) না; নয়; (২) কোনো শব্দের আগে বসে ঐ শব্দের বিপরীত নির্দেশ করে
-
Example: There’s no butter left.
No (noun) [plural: noes / nos]:
-
English meaning: a negative answer; a negative vote or decision
-
Bangla meaning: না; অসম্মতি (নেতিবাচক উত্তরকে জোর দিচ্ছে)
No (adverb):
-
ব্যবহার: নেতিবাচক উত্তর দেওয়ার জন্য
-
Example: "Would you like some coffee?" "No, thank you."
Source:

0
Updated: 5 days ago