What is the meaning of the proverb "Virtue is its reward."?
A
পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
B
ধর্মের ঢোল আপনি বাজে।
C
বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।
D
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
উত্তরের বিবরণ
প্রদত্ত প্রবাদ “Virtue is its reward.” এর অর্থ হলো পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না। অর্থাৎ সৎ বা নৈতিক কাজ করার মূল উদ্দেশ্য হলো নিজের নৈতিকতা ও ধর্মপরায়ণতা, পারিশ্রমিক বা প্রতিদান নয়।
বাকি উল্লেখিত প্রবাদসমূহের অর্থ:
-
Virtue proclaims itself
-
Bangla meaning: ধর্মের ঢোল আপনি বাজে।
-
-
Virtue thrives best in adversity
-
Bangla meaning: বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।
-
-
Look before your leap
-
Bangla meaning: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
-
0
Updated: 1 month ago
"Barabas" and "Abigail" are characters in which famous play?
Created: 1 month ago
A
The Jew of Malta
B
Doctor Faustus
C
The Duchess of Malfi
D
Volpone
উত্তর হবে The Jew of Malta, যেখানে চরিত্র Barabas এবং Abigail দেখা যায়।
The Jew of Malta
-
এটি ৫ অঙ্কের একটি Tragedy, যা Blank Verse-এ রচিত Revenge Tragedy।
-
প্রথম প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
ধারণা করা হয়, Shakespeare এ নাটকটি পড়ে তাঁর The Merchant of Venice রচনা করেছেন।
সারসংক্ষেপ
-
নাটকটি মূলত ইহুদি ধনাধ্যায়ী Barabas-এর প্রতিশোধের কাহিনি।
-
মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের দাবিকৃত শুল্ক আদায়ের জন্য মাল্টার ইহুদি ব্যক্তিদের সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
-
Barabas প্রতিবাদ করলেও তার সম্পদ পুরোপুরি জব্দ হয়ে যায়।
-
প্রতিশোধ নিতে Barabas শত্রুদের ধ্বংসের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হন এবং সেই মৃত্যু ভোগ করেন যা তিনি শত্রুদের জন্য পরিকল্পনা করেছিলেন।
প্রধান চরিত্রসমূহ
-
Barabas (প্রধান চরিত্র)
-
Abigail
-
Ithamore
-
Machevill
-
Katherine ইত্যাদি
Christopher Marlowe
-
তিনি Elizabethan Period-এর একজন কবি এবং নাট্যকার।
-
পরিচিতি: “Father of English Tragedy” এবং University Wit।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago
Only a teacher can guide the students. (negative)
Created: 2 months ago
A
No one except but a teacher can guide the students.
B
None but a teacher can guide the students.
C
Only a teacher cannot guide the students.
D
Anyone but a teacher can guide the students.
Explanation:
-
When changing an affirmative sentence with only before the subject into a negative sentence, “none but” is used.
-
The rest of the sentence remains unchanged.
Example:
-
Affirmative: Only a teacher can guide the students.
-
Negative: None but a teacher can guide the students.
More Examples:
-
Only God can help us. → None but God can help us.
-
Only he can do it. → None but he can do it.
-
Only a poet can write a poem. → None but a poet can write a poem.
Other Options Explained:
-
ক) No one except but a teacher… → Incorrect use of “except” and “but” together.
-
গ) Only a teacher cannot guide… → Completely changes the meaning.
-
ঘ) Anyone but a teacher… → Opposite meaning; implies anyone except the teacher can guide.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
The bridge was hitting by a large ship during a sudden storm last week.
Created: 1 month ago
A
The bridge
B
was hitting
C
during a sudden storm
D
last week
• The error is — খ) was hitting
• Correct sentence:
The bridge was hit by a large ship during a sudden storm last week.
-
Bangla: গত সপ্তাহে আকস্মিক ঝড়ের সময় একটি বড় জাহাজ সেতুটির উপর আঘাত হানে।
• Explanation:
-
"Was hitting" is active voice (incorrect here)
-
বাক্যটি passive action (the bridge receiving the action) নির্দেশ করছে, তাই passive voice ব্যবহার করতে হবে
• Passive structure: was/were + past participle (hit)
• Other parts:
-
ক) The bridge — Correct subject
-
গ) during a sudden storm — Correct prepositional phrase
-
ঘ) last week — Correct time expression
0
Updated: 1 month ago