One who is a centre of attraction is called -
A
Mentor
B
Cynosure
C
Philanthropist
D
Stoic
উত্তরের বিবরণ
• "One who is a centre of attraction" is
called - Cynosure.
• Cynosure (Noun)
- English meaning: A person or thing that is the centre of attention.
- Bangla meaning: দৃষ্টি
আকর্ষণে দক্ষ ব্যক্তি; আকর্ষণীয়
ব্যক্তিত্ব।
• Other options:
- Mentor: An experienced person who advises and helps somebody with less
experience over a period of time.
- Bangla meaning: বিজ্ঞ
পরামর্শদাতা।
- Philanthropist: A rich person who helps the poor and those
in need, especially by giving money.
- Bangla meaning: জনহিতৈষী
ব্যক্তি।
- Stoic: A person who is able to suffer pain or trouble
without complaining or showing what they are feeling.
- Bangla meaning: যিনি
অভিযোগবিহীনভাবে যন্ত্রণা ও বেদনা সইতে
পারেন।

0
Updated: 8 hours ago
'The Sun Also Rises' is first major novel by -
Created: 20 hours ago
A
G.B Shaw
B
Ernest Hemingway
C
Charles Dickens
D
William Shakespeare
The Sun Also Rises হলো Ernest Hemingway রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তার প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত। এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির অপর নাম Fiesta, যা লন্ডনে প্রকাশিত হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ের “Lost Generation” বা সেই সময়ের তরুণ প্রজন্মের ওপর যুদ্ধের প্রভাবকে ফুটিয়ে তোলে। কাহিনী স্পেন ও প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
আমেরিকার ইলিনয় রাজ্যে জন্মগ্রহণ করেন।
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
-
সংক্ষিপ্ত ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০শ শতাব্দীর American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে।
-
The Sun Also Rises তার প্রথম উপন্যাস, যা তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রখ্যাত রচনা:
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য: The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা, Hemingway-এর উপন্যাসের সঙ্গে মিলিত নয়।
উৎস:

0
Updated: 20 hours ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 4 weeks ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 4 weeks ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 week ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-

0
Updated: 1 week ago