জেনারেল এরশাদের আমলে কোন সংসদে অষ্টম সংশোধনী পাস হয়েছিল?
A
তৃতীয় সংসদ
B
চতুর্থ সংসদ
C
পঞ্চম সংসদ
D
ষষ্ঠ সংসদ
উত্তরের বিবরণ
জেনারেল
এরশাদ ১৯৮৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত চতুর্থ জাতীয় সংসদে অষ্টম সংশোধনী বিল পাস করান। এই সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।
অষ্টম
সংশোধনী:
- সংসদে উত্থাপন: ১১ মে, ১৯৮৮।
- উত্থাপনকারী: সংসদ নেতা ও
প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
- সংসদে গৃহীত: ৭ জুন, ১৯৮৮।
- রাষ্ট্রপতির সম্মতি লাভ: ৯ জুন,
১৯৮৮।
• এ
সংশোধনীর মৌলিক বিষয়গুলো হল:
- ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা দান,
- হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে
বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেটে স্থাপন
করা,
- বাংলাদেশের কোন নাগরিক রাষ্ট্রপতির
অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোন উপাধি
গ্রহণ করতে পারবে।
- রাজধানীর বানান Dacca এর পরিবর্তে Dhaka এবং
বাংলা ভাষা ইংরেজি Bengali এর
পরিবের্ত Bangla গৃহীত হয়।

0
Updated: 8 hours ago
লর্ড মাউন্টব্যাটেনের ভাইসরয় হিসেবে কোন সিদ্ধান্ত ছিল সর্বাধিক উল্লেখযোগ্য?
Created: 3 days ago
A
ভারতীয় রেল ব্যবস্থা প্রতিষ্ঠা
B
উপমহাদেশের পুলিশ বাহিনী সংস্কার
C
উপমহাদেশের বিভক্তি এবং ক্ষমতা হস্তান্তর
D
ভারতীয় ডাক ব্যবস্থা প্রতিষ্ঠা
লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। তিনি ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। তাঁর গভর্নর জেনারেল হিসেবে কার্যকাল ১৯৪৭-এর আগস্ট থেকে ১৯৪৮-এর জুন পর্যন্ত চলেছিল, এই সময়ে তিনি ভারতীয় রাজন্যবর্গকে ভারতীয় ইউনিয়ন বা পাকিস্তানের সঙ্গে একীভূত হতে উদ্বুদ্ধ করেন।
-
ভাইসরয় হিসেবে সংক্ষিপ্ত কার্যকালে তিনি উপমহাদেশের বিভক্তি এবং ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
-
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।
-
এই সময়ে ভারতীয় রাজন্যবর্গকে একীভূত বা পৃথক রাজ্য হিসেবে যুক্ত করতে উৎসাহিত করেন।
-
তিনি ১৯৭৯ সালের ২৭ আগস্ট আয়ারল্যান্ডের ডোনেগাল বে-তে তাঁর নৌযানে এক বিস্ফোরণে নিহত হন।
অন্যদিকে উপমহাদেশের বিভিন্ন আধুনিক প্রশাসনিক প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন:
-
লর্ড ডালহৌসি: ভারতীয় রেল ব্যবস্থার প্রতিষ্ঠা করেন।
-
লর্ড ক্যানিং: পুলিশ বাহিনী সংস্কারে বিশেষ অবদান রাখেন; ১৮৬১ সালে পুলিশ আইন প্রণয়ন করেন।
-
ওয়ারেন হেস্টিংস: ভারতীয় ডাক ব্যবস্থার সূচনা করেন।
উৎস:

0
Updated: 3 days ago
মধ্যপ্রাচ্যের কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Created: 1 week ago
A
ইরাক
B
ইরান
C
জর্ডান
D
লেবানন
বাংলাদেশকে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশসমূহ:
-
ইরাক: প্রথম আরব দেশ হিসেবে ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি প্রদান।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩ সালে স্বীকৃতি প্রদান।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে স্বীকৃতি প্রদান।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫ সালে স্বীকৃতি প্রদান।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যান্য উল্লেখযোগ্য রাষ্ট্র:
-
সেনেগাল: প্রথম মুসলিম আফ্রিকান দেশ।
-
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া: প্রথম এশিয়ার মুসলিম দেশসমূহ।
-
গ্রেট ব্রিটেন: প্রথম পশ্চিমা দেশ, ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
ভেনিজুয়েলা: দক্ষিণ আমেরিকায় প্রথম, ২ মে ১৯৭২।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
সূত্র:

0
Updated: 1 week ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0
Updated: 1 week ago