বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৩৯
C
অনুচ্ছেদ ৪০
D
অনুচ্ছেদ ৪১
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান – অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা
-
মূল বক্তব্য: প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার রয়েছে।
বিস্তারিত:
-
চিন্তা ও বিবেকের স্বাধীনতা:
-
৩৯(১) অনুযায়ী, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চিন্তা ও বিবেকের অধিকার রাখে।
-
-
বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা:
-
৩৯(২) অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনার মতো কারণে আইনসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে।
-
এই সীমাবদ্ধতা যুক্তিসঙ্গত এবং আইনানুগ হতে হবে।
-
-
সংবাদপত্রের স্বাধীনতা:
-
৩৯(২)(খ) অনুযায়ী, সংবাদপত্র প্রকাশের স্বাধীনতাও নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
-
সংযুক্ত অনুচ্ছেদসমূহ:
-
অনুচ্ছেদ ৩৮: শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার অধিকার।
-
অনুচ্ছেদ ৪০: পেশা ও ব্যবসা করার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা।
সংক্ষেপে, অনুচ্ছেদ ৩৯ নাগরিকদের মৌলিক চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার সুনিশ্চিত করে, যেখানে প্রয়োজনীয় সীমাবদ্ধতাগুলি আইন অনুযায়ী আরোপ করা যায়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সুপ্রীম কোর্টের কতটি বিভাগ রয়েছে?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
সুপ্রীম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যা দুটি বিভাগে বিভক্ত—হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের প্রধান এবং আদালতের প্রশাসনিক ও বিচারিক দায়িত্বসমূহের তত্ত্বাবধান করেন।
-
সুপ্রীম কোর্টের প্রধান: প্রধান বিচারপতি
-
বিভাগ: হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ
-
নিয়োগ প্রক্রিয়া:
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
যোগ্যতা: বাংলাদেশের কোনো নাগরিক যদি ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা রাখেন বা ১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকরি করে থাকেন, তবে তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের যোগ্য বিবেচিত হন।
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৭৫৬ সালে
B
১৭৫৭ সালে
C
১৭৬৪ সালে
D
১৭৬৫ সালে
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
পলাশীর যুদ্ধ:
-
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।
-
এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
-
প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে পালিত হয়।
-
ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা করেন।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
সূত্র:
0
Updated: 1 month ago
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
Created: 1 month ago
A
শুধুমাত্র উন্নত দেশ
B
শুধুমাত্র উন্নয়নশীল দেশ
C
শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
D
উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের (Intellectual Property) মেধাস্বত্ব সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি।
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
গৃহীত: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে
-
কার্যকর: ১ জানুয়ারি, ১৯৯৫
-
-
মূল বৈশিষ্ট্য:
-
উন্নয়নশীল ও স্বল্পোন্নত (LDC) দেশগুলোর জন্য রেয়াত সুবিধা প্রদান।
-
স্বল্পোন্নত দেশগুলোর জন্য TRIPS চুক্তির প্রয়োগের মেয়াদ ১ জুলাই, ২০৩৪ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যা WTO-র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত।
-
0
Updated: 1 month ago