বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৩৯
C
অনুচ্ছেদ ৪০
D
অনুচ্ছেদ ৪১
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ
৩৯-এ বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার রয়েছে।
বাংলাদেশের
সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে
চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের
মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
⇒ ৩৯
নং অনুচ্ছেদ:
- (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার
নিশ্চয়তা প্রদান করা হলো।
- (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে
কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের
প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব
প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো।
অন্যদিকে,
অনুচ্ছেদ ৩৮: এখানে বলা হয়েছে, নাগরিকদের
শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার
অধিকার রয়েছে।
অনুচ্ছেদ
৪০: এটি নাগরিকদের পেশা
ও ব্যবসা করার স্বাধীনতা সম্পর্কিত।
অনুচ্ছেদ
৪১:এটি ধর্মীয় স্বাধীনতা
সম্পর্কিত।

0
Updated: 8 hours ago
কার শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে?
Created: 3 days ago
A
সম্রাট জাহাঙ্গীর
B
দ্বিতীয় শাহ আলম
C
বাহাদুর শাহ
D
সম্রাট আকবর
সম্রাট আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর নামেও পরিচিত। তিনি ১৫৫৬ সালে হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং তার শাসনামলে মোগল সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আকবরের দরবারে জ্ঞানী ও গুণী ব্যক্তিদের কদর ছিল এবং সেখানে ভারতীয়, ইরানী, তুরানী ও কাশ্মীরি গায়করা উপস্থিত থাকতেন। তার শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।
-
কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
-
তার শাসনামলে সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়।
-
১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন।
-
খাজনা আদায়ের সুবিধার জন্য তিনি প্রাচীন বর্ষপঞ্জি সংস্কার করে বাংলা সন প্রবর্তন করেন।
-
সম্রাট আকবর ‘জিজিয়া কর’ রদ করেন।
উৎস:

0
Updated: 3 days ago
বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক কাকে বলা হয়?
Created: 6 days ago
A
আইন মন্ত্রণালয়
B
সুপ্রিম কোর্ট
C
নির্বাহি বিভাগ
D
কোনটি নয়
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
প্রয়োজনীয়তা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য হয়ে ওঠে।
-
প্রণয়ন কমিটি: ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম অধিবেশন: খসড়া কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭২।
-
সর্বোচ্চ আইন: বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সুপ্রীম কোর্টের ভূমিকা: সংবিধানের ব্যাখ্যা ও রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের।

0
Updated: 6 days ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন কে?
Created: 2 days ago
A
শহিদ জামিল
B
শহিদ নূর হোসেন
C
শহিদ আসাদ
D
শহিদ মোস্তফা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন:
- জেনারেল এরশাদের ৯ বছরের শাসনামাল ছিল।
- ১৯৯০ সালে উত্তাল এবং রক্তাক্ত সপ্তাহে সেনাবাহিনী ও পুলিশের হাতে ৭০ জনের বেশি লোক নিহত হয়েছিলেন।
- শহিদ নূর হোসেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হন।
- কিন্তু তারও তিন বছর আগে আরেকটি গণআন্দোলন তিনি নিষ্ঠুরভাবে দমন করেছিলেন।
- সেই আন্দোলনের সময় গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা এক তরুণ নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন শহীদ হন।
- নূর হোসেনের লেখা শ্লোগান বুকে 'স্বৈরাচার নীপাত যাক' এবং পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক'।
- ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর এক তীব্র গণআন্দোলনের মুখে বাংলাদেশে জেনারেল এরশাদের নয় বছরের শাসনের অবসান ঘটে।
উল্লেখ্য,&

0
Updated: 2 days ago