বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন?
A
৫ নং সেক্টর
B
৬ নং সেক্টর
C
৭ নং সেক্টর
D
২ নং সেক্টর
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭নং সেক্টর
-
মুক্তিযুদ্ধে অবদান: ৭নং সেক্টরের অধীনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন।
অন্যান্য বীরশ্রেষ্ঠদের সেক্টরসমূহ:
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ – ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল – ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান – ৪নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ – ৮নং সেক্টর
-
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন – ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান – পশ্চিম পাকিস্তান
সংক্ষেপে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭নং সেক্টরে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ বীরত্ব প্রদর্শন করেন।
0
Updated: 1 month ago
Rules of Business কে প্রণয়ন করেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রণীত হয়েছে, তাকে সরকারি কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়। এটি সরকারের কার্যক্রমের কাঠামো নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কার্যপদ্ধতি ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে।
-
Rules of Business, 1996 হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত।
-
কার্যবিধিমালার মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের মধ্যে কর্মবণ্টন নির্ধারণ করা এবং তাদের দায়িত্ব ও কর্মপদ্ধতি ঠিক করা।
-
রাষ্ট্রের সংবিধান যেমন সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য বাধ্যতামূলক।
-
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business প্রণয়ন করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয় ১ নভেম্বর ১৯৭৫ সালে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকায় সেটি সেই কাঠামোয় তৈরি হয়।
-
১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা প্রবর্তিত হয়।
-
কার্যবিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
-
এতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১৯৯১ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯৬ সালে
D
১৯৮৯ সালে
মূল্য সংযোজন কর (VAT) হলো এমন কর যা কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারে আরোপিত হয়।
মূল্য সংযোজন কর সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
মূল্য সংযোজন কর ১ জুলাই ১৯৯১ সালে চালু হয়।
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% কর আরোপিত হয়।
-
আমদানি ও সরবরাহ-এর ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
-
পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা কর প্রদান করে।
-
রপ্তানি-র ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।
0
Updated: 1 month ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago