"সকল ক্ষমতার মালিক জনগণ" - এই নীতি কোন অনুচ্ছেদে বর্ণিত?
A
অনুচ্ছেদ ৬
B
অনুচ্ছেদ ৭
C
অনুচ্ছেদ ৮
D
অনুচ্ছেদ ৯
উত্তরের বিবরণ
সংবিধানে “সকল ক্ষমতার মালিক জনগণ” নীতি – অনুচ্ছেদ ৭
-
অন্তর্ভুক্ত অংশ: সংবিধানের প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
মূল বক্তব্য (অনুচ্ছেদ ৭):
-
৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার ব্যবহার কেবল সংবিধানের অধীনে কার্যকর হবে।
-
৭(২): জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ প্রকাশ হিসেবে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন যদি সংবিধানের সঙ্গে বিরোধপূর্ণ হয়, তবে সেই আইন সংবিধানের সঙ্গে অসম্মতি অংশ পর্যন্ত বাতিল গণ্য হবে।
-
সংক্ষেপে, অনুচ্ছেদ ৭ বাংলাদেশে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস জনগণ এবং সংবিধানই সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
Created: 2 months ago
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
সংযুক্ত আরব আমিরাত
D
বাহরাইন
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
⇒ রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. যুক্তরাজ্য,
৫. মালয়েশিয়া।
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৭টি
বাংলাদেশের সংবিধানের তফসিল
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে। প্রতিটি তফসিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম তফসিল:
-
অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
-
দ্বিতীয় তফসিল:
-
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রক্রিয়া।
-
-
তৃতীয় তফসিল:
-
শপথ ও ঘোষণা।
-
-
চতুর্থ তফসিল:
-
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
-
পঞ্চম তফসিল:
-
১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
-
ষষ্ঠ তফসিল:
-
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা।
-
-
সপ্তম তফসিল:
-
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
-
0
Updated: 1 month ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Strategic Revenue Plan
B
Poverty Elimination Strategic Paper
C
Poverty Reduction Strategy Paper
D
Poverty Strategic Document Paper
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিম্ন আয়ের দেশগুলোর অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার রূপরেখা বা দলিল।
PRSP সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper (PRSP)
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (iPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
-
PRSP-এর মাধ্যমে দারিদ্র্য হ্রাসের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা পরিচালনা করা হয়।
0
Updated: 1 month ago