"সকল ক্ষমতার মালিক জনগণ" - এই নীতি কোন অনুচ্ছেদে বর্ণিত?
A
অনুচ্ছেদ ৬
B
অনুচ্ছেদ ৭
C
অনুচ্ছেদ ৮
D
অনুচ্ছেদ ৯
উত্তরের বিবরণ
বাংলাদেশের
সংবিধানে “সকল ক্ষমতার মালিক জনগণ” নীতি অনুচ্ছেদ ৭-এ বর্ণিত হয়েছে।
প্রজাতন্ত্র:
- বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ: প্রজাতন্ত্র।
- প্রজাতন্ত্র
অংশে অনুচ্ছেদ ৭ অনুযায়ী বলা হয় 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ'।
উল্লেখ্য,
- অনুচ্ছেদ ৭ (১) অনুযায়ী
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক
জনগণ; এবং জনগণের পক্ষে
সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের
অধীন ও কর্তৃত্বে কার্যকর
হবে।
- অনুচ্ছেদ ৭ (২) অনুযায়ী
জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই
সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য
কোন আইন যদি এই
সংবিধানের সহিত অসম হয়,
তা হলে সেই আইনের
যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
Created: 6 days ago
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-

0
Updated: 6 days ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 8 hours ago
A
পোল্যান্ড
B
জার্মানি
C
রাশিয়া
D
নেদারল্যান্ডস
ডব্লিউ.
এ. এস. ওডারল্যান্ড ছিলেন একজন ডাচ (নেদারল্যান্ডসের নাগরিক) বংশোদ্ভূত মুক্তিযোদ্ধা।
ডব্লিউ
এ.এস. ওডারল্যান্ড:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব
লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা
বাটা সু কোম্পানিতে কর্মরত
ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং
সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮
মে অস্ট্রেলিয়ায় মারা যান।

0
Updated: 8 hours ago
ড. মিলন কোন আন্দোলনে শহিদ হয়?
Created: 2 days ago
A
ছয় দফা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
শিক্ষা আন্দোলন
D
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন:
- ডা. মিলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শহিদ হয়েছিলেন।
- ১৯৯০ সালের ৬ ডিসেম্বর, ছাত্র-জনতা-পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটেছিল।
- নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নূর হোসেন মারা যান। তাঁর গায়ে সাদা রঙ দিয়ে লেখা ছিল
"স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"।
- এই আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অনেক আন্দোলনকারী।
- শেষপর্যন্ত, স্বৈরাচারী শাসক এরশাদকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হয়।

0
Updated: 2 days ago