মুক্তিযুদ্ধ চলাকালে ‘আফসার ব্যাটালিয়ন’ প্রধানত কোন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেছিল?
A
নোয়াখালী
B
রাজশাহী
C
ময়মনসিংহ
D
পাবনা
উত্তরের বিবরণ
আফসার
ব্যাটালিয়ন গঠিত হয়েছিল ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাল্লিকবাড়ী গ্রামে। মেজর আফসার উদ্দিন আহমদ সাহেবের নেতৃত্বে এটি একটি শক্তিশালী মুক্তিবাহিনী হিসেবে গড়ে ওঠে।
আঞ্চলিক
বাহিনী:
- ময়মনসিংহের দক্ষিণাঞ্চলে মেজর আফসার উদ্দিন
আহমদ সাহেবের নেতৃত্বে গঠিত হয় অনিয়মিত
আফসার বাহিনী।
- এ বাহিনীর যুদ্ধক্ষেত্র ছিল —দক্ষিণ ময়মনসিংহের
ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া ও গফরগাঁও; টাঙ্গাইল
জেলার কালিহাতী, ঘাটাইল ও সখিপুর এবং
বর্তমান গাজীপুর জেলার শ্রীপুর ও কালিয়াকৈর থানার
বিস্তীর্ণ এলাকা।
এছাড়াও,
- কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)।
- বাতেন বাহিনী (টাঙ্গাইল)।
- হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)।
- হালিম বাহিনী (মানিকগঞ্জ)।
- আকবর বাহিনী (মাগুরা)।
- লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)।
- জিয়া বাহিনী (সুন্দরবন)।
- এছাড়া ছিল ঢাকার গেরিলা
দল, যা 'ক্র্যাক প্লাটুন'
নামে পরিচিত।
- ঢাকা শহরের বড় বড় স্থাপনা,
বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে
বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা।

0
Updated: 8 hours ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 5 days ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
-
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
-
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
-
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
-
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
-
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
-
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
-
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:

0
Updated: 5 days ago
বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
Created: 6 days ago
A
২৬ মার্চ, ১৯৭২
B
৪ নভেম্বর, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
১০ এপ্রিল, ১৯৭২
বাংলাদেশের সংবিধান (১৯৭২)
-
প্রণয়ন কমিটি গঠন: ১৯৭২ সালের ১১ এপ্রিল, ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের কমিটি গঠিত।
-
গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে।
-
কার্যকর: ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস)।
-
মূল লেখক: শিল্পী আব্দুর রউফ।
-
অঙ্গসজ্জা: শিল্পাচার্য জয়নুল আবেদীন।
-
প্রচ্ছদ: শীতলপাটির উপর লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।
-
স্বাক্ষর: গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন, বাংলা ও ইংরেজী লিপিতে।
-
বিরোধী দলের স্বাক্ষর: একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।

0
Updated: 6 days ago
বাংলাদেশের প্রথম ছয় লেন বিশিষ্ট সেতু কোনটি?
Created: 6 days ago
A
যমুনা সেতু
B
পদ্মা সেতু
C
মধুমতী সেতু
D
কোনটি নয়
মধুমতী সেতু, যা কালনা সেতু নামেও পরিচিত, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ।
প্রধান তথ্যগুলো হলো:
-
অবস্থান: নড়াইল।
-
সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ: ৬৯০ মিটার দৈর্ঘ্য এবং ২৭.১০ মিটার প্রস্থ।
-
সংযোগ সড়ক: উভয় পাশে ৪.২৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের সংযোগ সড়ক, যার প্রস্থ ৩০.৫০ মিটার।
-
নির্মাণ প্রকল্প: সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে নির্মিত।
-
মোট নির্মাণ ব্যয়: ৯৫৯.৮৫ কোটি টাকা।
-
সংযোগ: নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে।

0
Updated: 6 days ago