মুক্তিযুদ্ধ চলাকালে ‘আফসার ব্যাটালিয়ন’ প্রধানত কোন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেছিল?
A
নোয়াখালী
B
রাজশাহী
C
ময়মনসিংহ
D
পাবনা
উত্তরের বিবরণ
আঞ্চলিক মুক্তিবাহিনী – আফসার ব্যাটালিয়ন ও অন্যান্য বাহিনী
-
আফসার ব্যাটালিয়ন:
-
গঠিত: ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাল্লিকবাড়ী গ্রামে
-
নেতৃত্ব: মেজর আফসার উদ্দিন আহমদ
-
কার্যপরিধি: দক্ষিণ ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া, গফরগাঁও; টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, সখিপুর; গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর
-
ভূমিকা: অনিয়মিত কিন্তু শক্তিশালী মুক্তিবাহিনী হিসেবে পাকসেনাদের বিরুদ্ধে লড়াই করা।
-
-
অন্যান্য আঞ্চলিক বাহিনী:
-
কাদেরিয়া বাহিনী – টাঙ্গাইল
-
বাতেন বাহিনী – টাঙ্গাইল
-
হেমায়েত বাহিনী – গোপালগঞ্জ ও বরিশাল
-
হালিম বাহিনী – মানিকগঞ্জ
-
আকবর বাহিনী – মাগুরা
-
লতিফ মীর্জা বাহিনী – সিরাজগঞ্জ ও পাবনা
-
জিয়া বাহিনী – সুন্দরবন
-
-
ঢাকার গেরিলা দল:
-
পরিচিত: ‘ক্র্যাক প্লাটুন’
-
কার্যক্রম: ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটানো।
-
আফসার ব্যাটালিয়নসহ আঞ্চলিক বাহিনী ও ঢাকার গেরিলা দল মুক্তিযুদ্ধে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ও কার্যকর অবদান রেখেছিল।
0
Updated: 1 month ago
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
তৈরী পোশাক শিল্প
B
চামড়াজাত পণ্য
C
কৃষি পণ্য
D
পাটজাত পণ্য
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে পোশাক শিল্প শীর্ষে থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য খাতও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
দেশের প্রধান রপ্তানি খাত: পোশাক শিল্প
-
দ্বিতীয় প্রধান রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়: ১২ কোটি ৭৪ লাখ ডলার
-
একই মাসের আগের বছরের রপ্তানি আয় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার
-
এই খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৫%
-
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার: যুক্তরাষ্ট্র
0
Updated: 1 month ago
নবযুগ তেভাগা খামার কে প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
শামসুল আলম
B
ড. মুহাম্মদ ইউনূস
C
জাফরুল্লাহ চৌধুরী
D
আবদুল লতিফ সিদ্দিকী
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠাবর্ষ: ১৯৭৪।
-
প্রকল্পের উদ্দেশ্য: সমাজের নিম্নবিত্ত কৃষকদের জন্য ব্যাংকঋণ ও আধুনিক খামার ব্যবস্থার প্রবর্তন।
-
প্রাথমিক গবেষণা: ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় জোবরা ও সংলগ্ন গ্রামে মাঠ গবেষণা চালান, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন নিম্নবিত্ত কৃষকদের ঋণ গ্রহণের সম্ভাব্যতা।
-
খামারের তেভাগা পদ্ধতি:
-
জমির মালিক: ফসলের ১/৩ অংশ পান।
-
বীজ ও সার প্রদানকারী: ১/৩ অংশ পান।
-
চাষ, পানি ও অন্যান্য শ্রম দানকারী: ১/৩ অংশ পান।
-
-
পরবর্তী অবস্থা: সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় এই খামার অধিগ্রহণ করে।
0
Updated: 1 month ago
বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
তামাকজাত পণ্য
B
চামড়াবিহীন বিশেষ জুতা
C
রাবারের জুতা
D
শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী:
-
বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক প্রক্রিয়াজাত তামাক পণ্যে দিতে হয়।
-
যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০% শুল্ক আদায় করে।
-
নতুনভাবে ২০% পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার দাঁড়াবে ৩৭০%, অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।
-
উল্লেখ্য, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো [লিঙ্ক]
0
Updated: 1 month ago