বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
A
৩০ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
২৫ বছর
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি
পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে।
রাষ্ট্রপতি
নির্বাচিত হওয়ার বয়স:
- বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৪)(ক) দফা অনুযায়ী,
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর বয়স
অন্তত ৩৫ বছর হতে
হবে।
- এর নিচে বয়স হলে
কেউ রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে
পারবেন না।
- রাষ্ট্রপতি হতে হলে তাকে
সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে এবং
- তিনি যদি আগে অভিশংসনের
মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত
হয়ে থাকেন, তবে তিনিও অযোগ্য
বলে বিবেচিত হবেন।
এছাড়াও,
→ ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর।
→ প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য
পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স
২৫ বছর।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কোন তারিখে যৌথ বাহিনী গঠিত হয়েছিল?
Created: 8 hours ago
A
২১ নভেম্বর, ১৯৭১
B
২৫ নভেম্বর, ১৯৭১
C
৩০ নভেম্বর, ১৯৭১
D
১ ডিসেম্বর, ১৯৭১
মুক্তিযুদ্ধের
শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে একত্রে যুদ্ধ পরিচালনার জন্য একটি যৌথ কমান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ নভেম্বর, ১৯৭১ তারিখে আনুষ্ঠানিকভাবে যৌথ বাহিনী গঠিত হয়।
যৌথ
কমান্ড গঠন:
- মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী
মিলে 'যৌথ কমান্ড' গঠন
করে।
- সময়: ১৯৭১ সালের ২১ নভেম্বর।
- লেফটেন্যান্ট জেনারেন জগজিৎ সিং অরোরার নেতৃত্বে
এই বাহিনী গঠিত হয়।
- ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
- ৬ থেকে ১৬ ডিসেম্বর
ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই
যৌথ কমান্ড এর নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।

0
Updated: 8 hours ago
বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
পরিবেশবান্ধব কারখানা:
- যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে নতুন চারটি কারখানা।
- দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৮টি।
- তার মধ্যে ১০৫ টি কারখানা প্লাটিনাম সনদ,
- ১২৯টি গোল্ড সনদ পেয়েছে।
- সিলভার সনদপ্রাপ্ত কারখানা ১০টি।
- এবং সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা ৪টি।
উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা এখন বাংলাদেশের।

0
Updated: 2 days ago
মধ্যপ্রাচ্যের কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Created: 1 week ago
A
ইরাক
B
ইরান
C
জর্ডান
D
লেবানন
বাংলাদেশকে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশসমূহ:
-
ইরাক: প্রথম আরব দেশ হিসেবে ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি প্রদান।
-
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩ সালে স্বীকৃতি প্রদান।
-
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে স্বীকৃতি প্রদান।
-
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫ সালে স্বীকৃতি প্রদান।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যান্য উল্লেখযোগ্য রাষ্ট্র:
-
সেনেগাল: প্রথম মুসলিম আফ্রিকান দেশ।
-
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া: প্রথম এশিয়ার মুসলিম দেশসমূহ।
-
গ্রেট ব্রিটেন: প্রথম পশ্চিমা দেশ, ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২।
-
ভেনিজুয়েলা: দক্ষিণ আমেরিকায় প্রথম, ২ মে ১৯৭২।
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২।
-
ব্রাজিল: ১৫ মে ১৯৭২।
-
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২।
সূত্র:

0
Updated: 1 week ago