বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কোন তারিখে যৌথ বাহিনী গঠিত হয়েছিল?
A
২১ নভেম্বর, ১৯৭১
B
২৫ নভেম্বর, ১৯৭১
C
৩০ নভেম্বর, ১৯৭১
D
১ ডিসেম্বর, ১৯৭১
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের
শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে একত্রে যুদ্ধ পরিচালনার জন্য একটি যৌথ কমান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ নভেম্বর, ১৯৭১ তারিখে আনুষ্ঠানিকভাবে যৌথ বাহিনী গঠিত হয়।
যৌথ
কমান্ড গঠন:
- মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী
মিলে 'যৌথ কমান্ড' গঠন
করে।
- সময়: ১৯৭১ সালের ২১ নভেম্বর।
- লেফটেন্যান্ট জেনারেন জগজিৎ সিং অরোরার নেতৃত্বে
এই বাহিনী গঠিত হয়।
- ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
- ৬ থেকে ১৬ ডিসেম্বর
ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই
যৌথ কমান্ড এর নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়?
Created: 8 hours ago
A
১০ম সংশোধনী
B
১১তম সংশোধনী
C
১২তম সংশোধনী
D
১৩তম সংশোধনী
১২তম সংশোধনী (১৯৯১) এর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় শাসনব্যবস্থায় ফিরে আসে। এই সংশোধনীর ফলেই দেশে বহুদলীয় গণতন্ত্র কার্যকরভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
সংবিধানের দ্বাদশ সংশোধনী:
- দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
- এর দ্বারা সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২. ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনীর মাধ্যমে -
- বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে;
- রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন;
- প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী;
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়;
- উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়,
- জাতীয়
উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

0
Updated: 8 hours ago
’আমান’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ইরান
B
মিশর
C
ইসরায়েল
D
ইরাক
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
-
মিশর – মুখবরাত
-
ইসরায়েল – মোসাদ, আমান
-
জাপান – নাইচো
-
ইরান – ভিভাক
-
সৌদি আরব – এস পি এ (SPA)
-
চীন – এম এস এস (MSS)
-
পাকিস্তান – আইএসআই (ISI)
-
যুক্তরাষ্ট্র – সিআইএ (CIA), ফেয়ারফ্যাক্স, এনএসএ (NSA), এফবিআই (FBI)
-
যুক্তরাজ্য – এসআইএস (SIS), এমআই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস
-
ফ্রান্স – ডিজিএসআই (DGSI)
-
ভারত – RAW, CBI
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্গত ছিল কোন জেলা?
Created: 2 weeks ago
A
বগুড়া
B
কুমিল্লা
C
সিলেট
D
বরিশাল
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago