মুক্তিযুদ্ধের সময় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কোন বাহিনী গঠিত হয়েছিল?
A
জেড ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
যৌথ কমান্ড
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের
সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ন নিয়ে আলাদা আলাদা ফোর্স গঠন করা হয়। জেড ফোর্স গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
মুক্তিযুদ্ধের
সময় ৩টি ব্রিগেড ফোর্স
গঠন করা হয়।
- জেড ফোর্স, কে ফোর্স, এস
ফোর্স।
• জেড
ফোর্স:
- মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স।
- 'জেড ফোর্স' নামে পরিচিত নিয়মিত
বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।
• এস
ফোর্স:
- কে.এম. সফিউল্লাহর নেতৃত্বে
এস ফোর্স।
- 'এস ফোর্স' নামে পরিচিত দ্বিতীয়
নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট
বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত
হয়।
• কে
ফোর্স:
- কর্ণেল খালেদ মোশারফের নেতৃত্বে অক্টোবর মাসে কে ফোর্স
গঠিত হয়।
- 'কে ফোর্স' গঠিত হয় ৪র্থ,
৯ম ও ১০ম ইস্ট
বেঙ্গলের সদস্যদের নিয়ে।

0
Updated: 8 hours ago
"অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন" – এই বিখ্যাত উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
হ্যারল্ড লাস্কি
B
জি. ডি. এইচ. কোল
C
টি. এইচ. গ্রীন
D
কার্ল মার্ক্স
-
সমাজতন্ত্রী চিন্তাবিদ জি. ডি. এইচ. কোল বলেছেন, "অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন"। তার মতে, চরম অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান থাকলে ভোটাধিকারসহ অন্যান্য রাজনৈতিক অধিকার অর্থহীন হয়ে পড়ে, কারণ দরিদ্র মানুষ তাদের অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে না।
অর্থনৈতিক সাম্য:
-
অর্থনৈতিক সাম্যের অর্থ হলো না যে সব সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
-
এর অর্থ হলো—জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ দেওয়া।
-
যোগ্যতা অনুযায়ী কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগই অর্থনৈতিক সাম্য।
-
বেকারত্ব থেকে মুক্তি এবং বৈধ পেশা গ্রহণের সুযোগও অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত।
-
এ কারণেই কোল বলেছেন, "অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন"।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 2 weeks ago
A
দিনাজপুর
B
রাজশাহী
C
কুমিল্লা
D
ময়মনসিংহ
বাংলাদেশে ধান উৎপাদন (২০২৪ অনুযায়ী)
-
সার্বিকভাবে বিভাগ অনুযায়ী সর্বাধিক উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা অনুযায়ী সর্বাধিক উৎপাদন: ময়মনসিংহ জেলা
ধানভিত্তিক উৎপাদন বিভাজন:
-
বোরো ধান
-
শীর্ষ বিভাগ: রাজশাহী
-
শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
-
আউশ ধান
-
শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
শীর্ষ জেলা: কুমিল্লা
-
-
আমন ধান
-
শীর্ষ বিভাগ: রংপুর
-
শীর্ষ জেলা: দিনাজপুর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
Created: 1 week ago
A
১৯৬১ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৯৭ সালে
D
২০০১ সালে
কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।
-
জাতীয়তা: ঘানা
-
অফিস: আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় মহাসচিব
-
নোবেল শান্তি পুরস্কার: ২০০১ সালে লাভ
-
বিশেষ তথ্য: জাতিসংঘের দুইজন মহাসচিবই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত; তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান

0
Updated: 1 week ago