বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮১ অনুযায়ী 'অর্থ বিল' (Money Bill)-এর সংজ্ঞায় কোন ধরনের বিল অন্তর্ভুক্ত নয়?
A
কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ
B
সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান
C
সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ ও ব্যয় সংক্রান্ত বিল
D
স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ বা ফি ধার্যকরণ
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ
৮১(১)-এ অর্থবিলের অন্তর্ভুক্ত বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে—
• কর সংক্রান্ত পরিবর্তন,
• সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা
দায়-দায়িত্ব,
• সংযুক্ত তহবিল সংক্রান্ত ব্যয়,
• সরকারের হিসাব ও নিরীক্ষা।
কিন্তু
৮১(২)-এ বলা হয়েছে—
শুধু স্থানীয় কর্তৃপক্ষের কর, জরিমানা, লাইসেন্স ফি বা ফি ধার্যকরণ–এর মতো বিষয় কোনো বিলকে অর্থবিল হিসেবে গণ্য করবে না।
অর্থবিল:
- অর্থবিল একটি গুরুত্বপূর্ণ বিল।
- কোনো বিল অর্থবিল কিনা
এ প্রশ্নে স্পিকারের দেওয়া সার্টিফিকেট চূড়ান্ত মত বলে গৃহীত
হয়।
- অর্থবিল বা অর্থব্যয় সংক্রান্ত
বিলের উদ্যোক্তা সরকার।
⇒ প্রতি
বছর পরবর্তী বছরের জন্য সরকারের আর্থিক
প্রস্তাবাবলি কার্যকর করার উদ্দেশ্যে অর্থবিল
সংসদে উত্থাপন করা হয়।
- সংসদে উত্থাপনের পর যথানিয়মে বিভিন্ন
প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি
পাস করতে হয়।
- অর্থবিল রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপিত হলে
পনের দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি
প্রদান করেন।
- রাষ্ট্রপতি সম্মতি প্রদানে অসমর্থ হলে উক্ত মেয়াদের
শেষে বিলটি আইনে পরিণত হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে
'অর্থবিল' নিয়ে আলোচনা করা
হয়েছে।

0
Updated: 8 hours ago
‘ষাটগম্বুজ মসজিদ’-এর নির্মাতা কে?
Created: 1 week ago
A
সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ
B
খান আল-আজম উলুগ খান জাহান
C
মির্জা আবু তালিব
D
মুঘল সম্রাট আওরঙ্গজেব
ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
-
মসজিদের নির্মাতা ছিলেন খান আল-আজম উলুগ খান জাহান, যিনি তৎকালীন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-৫৯)-এর সম্মানে বিজিত অঞ্চলকে খলিফাতাবাদ নামে নামকরণ করেন।
-
খান জাহান ১৪৫৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত হাভেলি-খলিফাতাবাদ থেকে উক্ত অঞ্চল শাসন করেন। তাঁর শাসিত অঞ্চল বর্তমান বাগেরহাটের সাথে অভিন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে।
-
সময়ের ব্যবধানে মসজিদটি ক্ষয়প্রাপ্ত হওয়ার উপক্রম হয়।
-
ব্রিটিশ সরকার এর সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে, পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ধারাবাহিকভাবে রক্ষণাবেক্ষণ চালিয়ে যায়।
-
বিশ শতকের আশির দশকের শুরুতে ইউনেসকো (UNESCO) এই ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণে কার্যকরী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, যা বর্তমানে শেষের পর্যায়ে রয়েছে।
উৎস:

0
Updated: 1 week ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
Created: 1 week ago
A
দ্যাগ হ্যামারশোল্ড
B
পল-হেনরি স্পাক
C
ট্রিগভেলী
D
লেস্টার বি. পিয়ারসন
জাতিসংঘ সাধারণ পরিষদ (UN General Assembly)
-
প্রকৃতি: জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা
-
সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ
-
আইনগত ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (ধারা ৯–২২)
-
অধিবেশন: বার্ষিক সাধারণ অধিবেশন, সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রথম অধিবেশন:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৪৬
-
স্থান: লন্ডন
-
প্রতিনিধি: ৫১টি দেশ
-
সভাপতি: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক
-

0
Updated: 1 week ago
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 day ago
A
ইন্ডো-প্যাসিফিক স্ট্রাইক
B
সার্জেন্ট শিল্ড
C
টাইগার শার্ক
D
ওশেন সেন্টিনেল
টাইগার শার্ক মহড়া সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি: টাইগার শার্ক একটি দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন যা ২ আগস্ট ২০২৫ এ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয়; এর লক্ষ্য ছিল দুই দেশের সামরিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা শক্ত করা। (U.S. Embassy in Bangladesh)
-
মহড়ার নাম: টাইগার শার্ক। (U.S. Embassy in Bangladesh)
-
তারিখ: ২ আগস্ট, ২০২৫। (The Business Standard)
-
উদ্দেশ্য: আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় উন্নত করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। (BSS)
-
অঞ্চ্যাগত প্রেক্ষাপট: এই মহড়াটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে। (U.S. Embassy in Bangladesh)
-
অংশগ্রহণকারীরা ও কার্যক্রম: যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী একত্রে অংশগ্রহণ করেছে; প্রশিক্ষণ কার্যক্রমগুলোর মধ্যে মেডিকেল প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন (marksmanship), সাঁতার ও ডুবসাঁতার, এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট (CQB) ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। (Facebook)
-
উৎস: ইভেন্ট সংক্রান্ত তথ্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদসংস্থা এবং যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সূত্রে রিপোর্ট করা হয়েছে। (U.S. Embassy in Bangladesh)
আপনি চাইলে আমি এগুলোকে আরো সংক্ষিপ্ত করে দেব, অথবা মহড়ার গভীর বিশ্লেষণ—যেমন অংশগ্রহণকারী ইউনিটের ধরন, ব্যবহৃত সরঞ্জাম বা মহড়ার কৌশলগত তাৎপর্য—যোগ করে বিস্তারিত রিপোর্ট বানিয়ে দিতে পারি।

0
Updated: 1 day ago