বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনৈতিক ও জনসংখ্যাগত পরিস্থিতি নিম্নরূপ:
-
মাথাপিছু আয়: ২,৮২০ ডলার
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার
-
মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন
মুক্তিযুদ্ধে 'কাদেরিয়া বাহিনী'র প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী কোন এলাকায় সবচেয়ে কার্যকর গেরিলা কার্যক্রম পরিচালনা করেন?
A
ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা এলাকায়
B
টাঙ্গাইলের কালিহাতী ও মধুপুর এলাকায়
C
গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এলাকায়
D
মাগুরার শ্রীপুর ও বেলনগর এলাকায়
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল জেলার কালিহাতী ও মধুপুর অঞ্চলে অত্যন্ত সফল গেরিলা কার্যক্রম পরিচালনা করে পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষতিসাধন করেছিল।
মুক্তিযুদ্ধে টাঙ্গাইল ও কাদেরিয়া বাহিনী:
১৯৭১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলে তার নিজস্ব বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন।
বাহিনীর নাম ছিল কাদেরিয়া বাহিনী।
টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এই বাহিনী পাকবাহিনীর সঙ্গে কৃতিত্বপূর্ণ লড়াই করে।
২৮ মার্চ ভূয়াপুর কলেজের শহীদ মিনারের পাদদেশে ‘ভূঞাপুর সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর সভায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
৩ এপ্রিল মির্জাপুর উপজেলার গোড়ান সাটিয়াচরায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন পাকসেনা নিহত হয় এবং ৩৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
এপ্রিল মাসে কাদের সিদ্দিকীর বাহিনী গোপালপুর থানা আক্রমণ করে অস্ত্র ও গোলাবারুদ দখল করে এবং থানাটি জ্বালিয়ে দেয়।
টাঙ্গাইল জেলার ৪টি স্থানে (নাগরপুর, মির্জাপুর, গোপালপুর ও ভূয়াপুর) গণকবর এবং ২টি স্থানে (মির্জাপুর ও গোপালপুর) বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে।
জেলায় ৩টি স্মৃতিসৌধ (টাঙ্গাইল সদর, ভূয়াপুর ও বাসাইল), ২টি স্মৃতিস্তম্ভ (সখীপুর ও গোপালপুর) এবং ১টি স্মৃতিফলক (ঘাটাইল উপজেলার মাকরাই কুমারপাড়া) স্থাপন করা হয়েছে।
আঞ্চলিক বাহিনী:
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ বাহিনীসমূহ:
কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)
আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ)
বাতেন বাহিনী (টাঙ্গাইল)
হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)
হালিম বাহিনী (মানিকগঞ্জ)
আকবর বাহিনী (মাগুরা)
লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)
জিয়া বাহিনী (সুন্দরবন)
0
Updated: 1 month ago
বিবিএস প্রকাশিত, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমান কত? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
২,৮৫০ মার্কিন ডলার
B
২,৭২০ মার্কিন ডলার
C
২,৬৭১ মার্কিন ডলার
D
২,৬৬০ মার্কিন ডলার
0
Updated: 1 month ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 2 months ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'বিকল্প সরকার' বলতে কোনটি কে বোঝানো হয়?
Created: 1 month ago
A
সামরিক সরকার
B
বিরোধী দল
C
সাময়িক তত্ত্বাবধায়ক সরকার
D
ক্যাবিনেট
বিকল্প সরকার হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলকে বোঝানো, যা সরকারের কার্যক্রমে নজরদারি এবং সমালোচনা করে। এটি সরকারের ক্ষমতার অপব্যবহার বা স্বৈরাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝানো হয়।
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
সরকারের স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হতে প্রতিরোধ করার জন্য, বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালন করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে।
বর্তমান সময়ে গণতন্ত্রকে প্রায়শই দলীয় শাসন বলা হয়।
0
Updated: 1 month ago