বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
A
সুরঞ্জিত সেনগুপ্ত
B
ব্যারিস্টার মওদুদ আহমদ
C
ড. কামাল হোসেন
D
আবুল ফজল
উত্তরের বিবরণ
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
সংবিধান প্রণয়ন কমিটি:
-
১৯৭২ সালের ১০ এপ্রিল সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
-
কমিটির সভাপতি: তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন
-
একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু
-
একমাত্র বিরোধীদলীয় সদস্য: সুরঞ্জিত সেনগুপ্ত
প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য:
-
১৭ এপ্রিল ১৯৭২: খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
-
১১ অক্টোবর ১৯৭২: সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদিত।
-
৪ নভেম্বর ১৯৭২: গণপরিষদে সংবিধান গৃহীত।
-
১৬ ডিসেম্বর ১৯৭২: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
0
Updated: 1 month ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
ব্যাকবেঞ্চ
B
স্পিকার বেঞ্চ
C
ট্রেজারি বেঞ্চ
D
লবি বেঞ্চ
বাংলাদেশের সংসদে আসনবিন্যাসে বিশেষ তাৎপর্য রয়েছে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের অবস্থান তাদের দায়িত্ব ও মর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। সামনের দিকের আসনগুলো বিশেষভাবে পরিচিত ট্রেজারি বেঞ্চ নামে।
-
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
এখানে সরকারি দলের মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতারা বসেন।
-
স্পিকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এর বিপরীত দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
-
ট্রেজারি বেঞ্চকে আরও বলা হয় ফ্রন্ট বেঞ্চ।
-
সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাঁদের ব্যাকবেঞ্চার বলা হয়।
-
ব্যাকবেঞ্চাররা সাধারণত সরকারি দলের মন্ত্রী বা উচ্চপদস্থ নন, আবার বিরোধী দলেরও শীর্ষস্থানীয় নন, তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পিছনের সারিতে অবস্থান করেন।
0
Updated: 1 month ago
সার্বিকভাবে, বাংলাদেশে জিডিপি কতটি খাত নিয়ে গঠিত?
Created: 1 month ago
A
১৯টি
B
১৪টি
C
১২টি
D
১০ টি
বাংলাদেশের জিডিপি উৎপাদনের ভিত্তিতে তিনটি প্রধান খাতে বিভক্ত, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে নির্দেশ করে।
-
প্রধান তিনটি খাত: কৃষিখাত, শিল্পখাত, সেবাখাত
-
সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত
-
এই ১৯টি খাতের মধ্যে ৬টি খাত উপখাতে বিভক্ত
-
সমস্ত ১৯টি খাত তিনটি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত
0
Updated: 1 month ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
Created: 1 month ago
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদিন
C
এস এম সুলতান
D
রফিকুন নবী
কামরুল হাসান
-
পরিচিতি:
-
তিনি একজন খ্যাতনামা চিত্রশিল্পী।
-
‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিত ছিলেন।
-
প্রকৃত নাম ছিল আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
-
-
জন্ম: ২ ডিসেম্বর ১৯২১, কলকাতায় (পিতার কর্মস্থল)।
-
অবদান:
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা প্রণয়নে যুক্ত ছিলেন।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করেন।
-
তাঁর ‘তিন কন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) এবং বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করে।
-
মুক্তিযুদ্ধ ও বিখ্যাত পোস্টার
-
প্রসিদ্ধ পোস্টার: ১৯৭১ সালে তিনি আঁকেন "ANNIHILATE THESE DEMONS (এই জানোয়ারদের হত্যা করতে হবে)" শিরোনামের ঐতিহাসিক পোস্টার।
-
প্রেক্ষাপট:
-
২৫ মার্চ থেকে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের সর্বত্র গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারীর উপর নৃশংস নির্যাতন চালায়।
-
এর মূল নির্দেশদাতা ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান।
-
-
প্রতীকী প্রকাশ:
-
কামরুল হাসান ব্যঙ্গচিত্রে ইয়াহিয়ার মুখাবয়বকে অমানবিকতা, নিষ্ঠুরতা ও ধ্বংসের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
-
এই শিল্পকর্ম মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামে শক্তিশালী প্রচারমাধ্যমে পরিণত হয়।
-
-
প্রকাশ ও প্রচার:
-
প্রথম প্রকাশ: ১৯৭১ সালের মে মাসে কলকাতা থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকায়।
-
পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী সরকার এক রঙে এর লক্ষাধিক কপি ছাপিয়ে মুক্তাঞ্চলে বিতরণ করে।
-
বিদেশি প্রচারের জন্য ইংরেজি ভাষ্যে এর শিরোনাম ছিল: Annihilate the Demons।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago