বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
A
সুরঞ্জিত সেনগুপ্ত
B
ব্যারিস্টার মওদুদ আহমদ
C
ড. কামাল হোসেন
D
আবুল ফজল
উত্তরের বিবরণ
বাংলাদেশের
স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
সংবিধান
প্রণয়ন কমিটি:
- ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশের
সংবিধান প্রণয়নের লক্ষ্যে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান
প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
- একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
উল্লেখ্য,
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া
সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর সংবিধানের
পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন
দেয়া হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের
সংবিধান কার্যকর হয়।

0
Updated: 8 hours ago
সার্বিকভাবে, বাংলাদেশে জিডিপি কতটি খাত নিয়ে গঠিত?
Created: 2 days ago
A
১৯টি
B
১৪টি
C
১২টি
D
১০ টি
জিডিপি খাত:
- বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
- যথা: কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

0
Updated: 2 days ago
২০২৫ সালে ’স্বাধীনতা পুরস্কার’ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে লাভ করেন কে?
Created: 2 days ago
A
অধ্যাপক জামাল নজরুল ইসলাম
B
বদরুদ্দীন মোহাম্মদ উমর
C
মোহাম্মদ মাহবুবুল হক খান
D
স্যার ফজলে হাসান আবেদ
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা প্রতিবছর স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানকে স্মরণ ও সম্মান জানানো হয়েছে।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখ করা যায় যে—
-
স্বাধীনতা পদক হলো বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
-
এই পদক ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রদান করা হচ্ছে।
-
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
উৎস:

0
Updated: 2 days ago
‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই-২০২৫)’ অনুযায়ী, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে কোন বিভাগে?
Created: 2 weeks ago
A
রংপুর
B
বরিশাল
C
সিলেট
D
খুলনা
জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI) – বাংলাদেশ, ২০২৫
-
প্রকাশের তারিখ: ৩১ জুলাই ২০২৫
-
প্রকাশকারী: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GDI)
-
বৈশিষ্ট্য:
-
দেশে প্রথমবারের মতো প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক।
-
ব্যক্তির আয়-রোজগারের উপর নয়, বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়।
-
-
মোট সূচক: ১১টি
-
বিদ্যুতের প্রাপ্যতা
-
স্যানিটেশন
-
পানির প্রাপ্যতা
-
আবাসনের মান
-
রান্নার জ্বালানির প্রাপ্যতা
-
সম্পদের প্রাপ্যতা
-
ইন্টারনেট সংযোগ
-
বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার
-
শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি
-
পুষ্টি
-
প্রজনন স্বাস্থ্যসেবা
-
-
তথ্যসূত্র:
-
২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (HIES)
-
২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপ (MICS)
-
-
প্রধান ফলাফল:
-
দেশের ২৪.৫% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে (~৩ কোটি ৯৮ লাখ মানুষ)।
-
গ্রামীণ এলাকা: ২৬.৯৬%
-
শহরাঞ্চল: ১৩.৪৮%
-
অঞ্চলভিত্তিক:
-
সর্বোচ্চ: সিলেট বিভাগ (৩৭.৭০%)
-
সর্বনিম্ন: খুলনা বিভাগ
-
-
জেলা ভিত্তিক:
-
সর্বোচ্চ: বান্দরবান (৬৫.৩৬%)
-
সর্বনিম্ন: ঝিনাইদহ (৮.৬৬%)
-
-
উৎস: প্রথম আলো [link]

0
Updated: 2 weeks ago