মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী যোদ্ধাদের মধ্যে কে বীর প্রতীক উপাধি পান?
A
তারামন বিবি
B
কাকলী রায়
C
সুলতানা বেগম
D
রওশন আরা
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে
নারীর অবদান:
- ভাষা আন্দোলন থেকে শুরু করে
বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ।
- নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক এই যুদ্ধে শামিল
হয়েছিল সমানভাবে।
- মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা ২০৩
জন।
- বর্তমানে মোট বীরাঙ্গনা নারী
মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন।
- এদের মধ্যে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ২
জন।
- ২ জন নারী বীর
প্রতীক: ক্যাপ্টেন ডা. সিতারা বেগম
এবং তারামন বিবি।

0
Updated: 8 hours ago
সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে কোন দুই দেশের মধ্যে?
Created: 2 weeks ago
A
ভারত ও চীন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
রাশিয়া ও যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ ও ভারত
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত
-
কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
-
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থলসীমান্ত রয়েছে।
-
সীমান্তের একটি অংশ হলো যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের সঙ্গে কানাডার সীমান্ত,
এবং অপর অংশ হলো আলাস্কার সঙ্গে উত্তর কানাডার সীমান্ত। -
এই যৌথ সীমান্ত বরাবর কানাডার ৮টি প্রদেশ (Provinces) এবং যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য (States) অবস্থিত।
-
কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
-
সেন্ট লরেন্স নদী ও গ্রেট লেকস দুই দেশের মধ্যে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করেছে।
উৎস: World Atlas

0
Updated: 2 weeks ago
‘A Short History of the Saracens' বিখ্যাত গ্রন্থের লেখক কে?
Created: 6 days ago
A
সৈয়দ আমীর আলী
B
সৈয়দ আমীর হামজা
C
নওয়াব আব্দুল লতিফ
D
রাজা রামমোহন রায়
সৈয়দ আমীর আলী ছিলেন মুসলিম পুনর্জাগরণের একজন প্রভাবশালী নেতা ও চিন্তাবিদ, যিনি মুসলিম ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রধান তথ্যগুলো হলো:
-
জন্ম: ১৮৪৯, হুগলি জেলা, ভারত
-
শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন
-
লিখিত কাজ:
-
The Spirit of Islam
-
A Short History of the Saracens
-
এ গ্রন্থদ্বয়ে মুসলিম বিশ্বের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় অতীত বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে
-
-
সামাজিক ও শিক্ষামূলক ভূমিকা: মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও সংস্কার চিন্তার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান
-
রাজনৈতিক দায়িত্ব: ১৯১২ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত
-
প্রধান লক্ষ্য: শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় চিন্তায় আধুনিকীকরণ

0
Updated: 6 days ago
কোন সংস্থা বিনিয়োগ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে?
Created: 1 week ago
A
ICSID
B
MIGA
C
IBRD
D
IFC
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
ICSID (International Center for Settlement of Investment Disputes)
-
প্রতিষ্ঠিত: ১৪ অক্টোবর, ১৯৬৬
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান কাজ: আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।

0
Updated: 1 week ago