মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী যোদ্ধাদের মধ্যে কে বীর প্রতীক উপাধি পান?
A
তারামন বিবি
B
কাকলী রায়
C
সুলতানা বেগম
D
রওশন আরা
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে নারীরাও পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মকভাবে অংশ নেন।
মুক্তিযুদ্ধে নারীর অবদান ও স্বীকৃতি:
-
মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা: ২০৩ জন
-
বর্তমানে মোট বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা: ৪৪৮ জন
-
খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা: ২ জন
বীর প্রতীকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা:
১. ক্যাপ্টেন ডা. সিতারা বেগম
২. তারামন বিবি
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে কোন মন্ত্রণালয়?
Created: 1 month ago
A
শিল্প মন্ত্রণালয়
B
সংস্কৃতি মন্ত্রণালয়
C
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
D
বাংলা একাডেমি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদান করা হয়। এটি শিল্পী ও নির্মাতাদের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
-
প্রদানকারী প্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
-
স্বীকৃতির ধরণ: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
-
প্রথম প্রদান: সরকারিভাবে ১৯৭৫ সালে ঘোষণা করা হয়।
-
প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান: ১৯৭৬ সালের ৪ এপ্রিল।
-
প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার: “লাঠিয়াল”।
-
পরিচালনা: বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়।
0
Updated: 1 month ago
URL এর পূর্ণরূপ-
Created: 2 months ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http,https,ftp)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:→ প্রটোকল নাম -
www.google.com→ হোস্টনেইম -
maps→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 2 months ago
'দ্বিজাতি তত্ত্বের' প্রবক্তা কে?
Created: 1 month ago
A
স্যার সৈয়দ আহমদ খান
B
মোহাম্মদ আলী জিন্নাহ
C
এ.কে. ফজলুল হক
D
নওয়াব সলিমুল্লাহ
জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব (Two-Nation Theory)
-
সংজ্ঞা: জাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায়, যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম, এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে।
-
জিন্নাহর ধারণা: মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এ ভাবনাকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব।
-
ঘোষণা:
-
জিন্নাহ ১৯৩৯ সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন।
-
পরবর্তী বছর, ১৯৪০ সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এরই প্রতিধ্বনি প্রকাশ পায়।
-
২৩ মার্চ ১৯৪০ সালে লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
-
-
লাহোর প্রস্তাব: বাংলার নেতা ও পরবর্তীতে প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা ভারতে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি এটি একটি নিম্নবর্ণিত মূলনীতির উপর প্রতিষ্ঠিত না হয়।
0
Updated: 1 month ago