বাংলাদেশের সংবিধানে সর্বশেষ কততম সংশোধনী আনা হয়েছে?
A
১৫তম
B
১৬তম
C
১৭তম
D
১৮তম
উত্তরের বিবরণ
বাংলাদেশের
সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।
বাংলাদেশের
সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের
৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর,
১৯৭২ সালে।
⇒ সংবিধান
সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সময়ে ৪ বার, জিয়াউর
রহমানের সময় ২ বার,
এরশাদের সময় ৪ বার,
শেখ হাসিনার সরকারের সময় ৩ বার
ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান
সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩
সালের ১৫ জুলাই সংসদে
সংবিধানের ১ম সংশোধনী পাশ
হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের
৮ জুলাই।

0
Updated: 8 hours ago
সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে?
Created: 2 days ago
A
প্রথম ভাগ
B
দ্বিতীয় ভাগ
C
তৃতীয় ভাগ
D
চতুর্থ ভাগ
- বাংলাদেশের
সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত হয়েছে। এই অংশে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদসহ মৌলিক দিক নির্দেশনা অন্তর্ভুক্ত।
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪
নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর,
১৯৭২ সালে।
- সংবিধানের ভাগ বা অধ্যায়
আছে ১১টি।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ
আছে।
• সংবিধানের ভাগ:
- প্রথম ভাগ: প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগ: মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগ: আইনসভা,
- ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ,
- সপ্তম ভাগ: নির্বাচন,
- অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ,
- দশম ভাগ: সংবিধান-সংশোধন,
- একাদশ ভাগ: বিবিধ।

0
Updated: 2 days ago
দেশের প্রথম সিমেন্ট কারখানা কোনটি?
Created: 2 days ago
A
আকিজ সিমেন্ট কারখানা
B
ছাতক সিমেন্ট কোম্পানি
C
শাহ সিমেন্ট কোম্পানি লিমিটেড
D
লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা
• ছাতক সিমেন্ট কোম্পানী:
- দেশের প্রথম সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড।
- ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সনে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হয়।
- পরে ১৯৬৬ সন হতে উহা ইপিআইডিসি'র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, বিএমইডিসি ।
- এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি'র নিয়ন্ত্রণে আসে।
অপরদিকে,
- লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা:
- ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে তথা এশিয়া মহাদেশের অন্যতম মাল্টি-ন্যাশনাল কোম্পানি।
- শাহ সিমেন্ট কোম্পানি লিমিটেড।
- আকিজ সিমেন্ট কারখানা।

0
Updated: 2 days ago
রাজনৈতিক দল হচ্ছে -
Created: 2 days ago
A
ধর্মভিত্তিক সংগঠন
B
বিক্ষিপ্ত জনগোষ্ঠী
C
ঐক্যবদ্ধ, সচেতন ও ক্ষমতায় আগ্রহী জনগোষ্ঠী
D
কেবল মাত্র নির্বাচনকালীন সংগঠন
- রাজনৈতিক
দল হচ্ছে একটি সংঘবদ্ধ জনসমষ্টি, যারা রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়।
- এরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে সরকার
গঠনে প্রতিযোগিতা করে।
রাজনৈতিক দলের সংজ্ঞা:
- যখন কোন জনসমষ্টি রাষ্ট্রের
সমস্যা সম্পর্কে একমত পোষণ করে,
নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা আরোহণে আগ্রহী এবং রাজনীতি সচেতন
হয়ে সংঘবদ্ধ হয় তখন এই
সংঘবদ্ধ একদল লোককে 'রাজনৈতিক
দল' বলে।
- বার্ক বলেন, "রাজনৈতিক দল এরূপ একটি
জনসমষ্টি যারা কিছু ঐক্যবদ্ধ
নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ অর্জনের জন্যে সংঘবদ্ধ হয়েছে।”
- অধ্যাপক গেটেল বলেন, “রাজনৈতিক দল বলতে কম-বেশি সংগঠিত একদল
লোককে বোঝায়, যারা রাজনৈতিকভাবে এককরূপে
কাজ করে এবং ভোটাধিকার
প্রয়োগের মাধ্যমে সরকার গঠন ও কর্মসূচি
বাস্তবায়ন করতে চায়।”
- অধ্যাপক ফাইনার বলেন, "আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক
দলের শাসন।”
- ম্যাকাইভার বলেন, রাজনৈতিক দল বলতে সেই
জনগোষ্ঠীকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির
ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায়
সরকার গঠনে প্রয়াসী।”
অধ্যাপক সুম্পিটার রাজনৈতিক দলের একটি সংক্ষিপ্ত
অথচ উত্তম সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, "রাজনৈতিক
দল এমন একটি সংস্থা
যার সদস্যবৃন্দ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ।”
- বস্তুত রাজনৈতিক দল বলতে এমন
এক সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রের সমস্যা
সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যায়। প্রকৃত রাজনৈতিক
দলের কাছে নেতা ও
দলের চেয়ে দেশের স্বার্থ
বড়।

0
Updated: 2 days ago