মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন পুলিশ সদস্যকে রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়? 

A

৪ জন 

B

৭ জন

C

১১ জন 

D

১৫ জন

উত্তরের বিবরণ

img

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান অসাধারণ এবং তাদের বীরত্ব ও আত্মত্যাগ স্বাধীনতার ইতিহাসে স্মরণীয়। মোট ৪ জন পুলিশ কর্মকর্তা/সদস্য রাষ্ট্রীয় খেতাব লাভ করেছেন।

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান:

  • স্বাধীনতার আন্দোলনের সূচনালগ্ন থেকেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

  • ২৫ মার্চ ১৯৭১ সালের কালরাতে রাজশাহী ও রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।

  • কনস্টেবল মো. শাহজাহান মিয়া ওয়্যারলেস বার্তায় সারা দেশে পাক সেনাদের আক্রমণের খবর ছড়িয়ে দেন, যা অন্য অঞ্চলেও প্রতিরোধের প্রস্তুতি নিতে সহায়ক হয়।

  • চট্টগ্রামে পুলিশ সুপার এম. এ. সামসুল হক-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় ইপিআর, সেনা ও মুক্তিকামী জনতার সঙ্গে মিলে প্রতিরোধে অংশ নেন এবং অনেক ক্ষেত্রে জীবন বাজি রেখে পাক সেনাদের মোকাবিলা করেছেন।

  • ২৬–২৮ মার্চের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে পাক সেনাদের ব্যাপক হামলা হয়; ট্যাঙ্ক, মর্টার শেল ও মেশিনগানের গোলায় বহু পুলিশ শহীদ হন।

  • মুক্তিযুদ্ধের সময় মোট ৫৭৫ জন পুলিশ সদস্য শহীদ হন।

খেতাবপ্রাপ্ত পুলিশ সদস্যরা:

বীর বিক্রম (৩ জন):
১. মাহবুবউদ্দিন আহমেদ (এসডিপিও, ঝিনাইদহ)
২. তৌফিক আলী (পুলিশ কনস্টেবল)
৩. আব্দুল মান্নান (পুলিশ কনস্টেবল)

বীর প্রতীক (১ জন):
৪. মোহাম্মদ আলাউদ্দিন (পুলিশ কনস্টেবল)

উল্লেখ্য, বাংলাপিডিয়া অনুসারে পুলিশ বাহিনী থেকে খেতাবপ্রাপ্তের সংখ্যা মোট ৫ জন

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাকালে সাধারণ সম্পাদক ছিলেন —


Created: 1 month ago

A

অধ্যাপক এ.এস.এম. নূরুল হক ভূঁইয়া


B

অধ্যাপক আবুল কাশেম


C

দেওয়ান মোহাম্মদ আজরফ


D

হাসান ইকবাল


Unfavorite

0

Updated: 1 month ago

 লেফটেন্যান্ট জেনারেল এরশাদ কত সালে দেশে সামরিক আইন জারি করে?

Created: 1 month ago

A

১৯৮১ সালে

B

১৯৮২ সালে

C

১৯৮৩ সালে

D

১৯৮৪ সালে

Unfavorite

0

Updated: 1 month ago

প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্গত ছিল কোন জেলা?

Created: 2 months ago

A

বগুড়া

B

কুমিল্লা

C

সিলেট

D

বরিশাল

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD