বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের মূলনীতি (Fundamental Principles of State Policy) বর্ণিত হয়েছে?
A
৮–২৫ অনুচ্ছেদ
B
৯–২৫ অনুচ্ছেদ
C
৮–২৪ অনুচ্ছেদ
D
১০–২৭ অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের
সংবিধানের দ্বিতীয় ভাগে (Part II) রাষ্ট্রের মূলনীতি বর্ণিত হয়েছে। অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Fundamental
Principles of State Policy) নির্ধারণ
করা হয়েছে।
রাষ্ট্র
পরিচালনার মূলনীতিসমূহ:
- সংবিধানের ২য় অধ্যায়ের ৮ম - ২৫
তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্রপরিচালনার মূলনীতিগুলো বর্ণিত হয়েছে।
- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই
৪টি বিষয়কে রাষ্ট্রের স্তম্ভ বা মৌলিক আদর্শ
হিসেবে অভিহিত করা হয়েছে।
- এতে আরো বলা হয়েছে,
উপরোক্ত চারটি নীতিসহ ২য় ভাগে বর্ণিত
অন্য সকল নীতি রাষ্ট্র
পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে।
• জাতীয়তাবাদ:
- ভাষাগত ও সংস্কৃতিগত একক
সত্তাবিশিষ্ট যে বাঙালী জাতি
ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম
করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন
করেছেন, সেই বাঙালী জাতির
ঐক্য ও সংহতি হবে
বাঙালী জাতীয়তাবাদের ভিত্তি (অনুচ্ছেদ ৯)।
• সমাজতন্ত্র:
- মানুষের উপর মানুষের শোষণ
হতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ
লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক
অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হল রাষ্ট্রের
লক্ষ্য (অনুচ্ছেদ ১০)।
• গণতন্ত্র:
- প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র,
যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা
থাকবে, মানব সত্তার মর্যাদা
ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে। প্রশাসনের সকল
পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে (অনুচ্ছেদ ১১)।
• ধর্মনিরপেক্ষতা:
- ধর্মনিরপেক্ষতার অর্থ হল সকল
প্রকার সাম্প্রদায়িকতা অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক
মর্যাদা না দেওয়া, রাজনৈতিক
উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করা এবং
কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির
প্রতি বৈষম্যমূলক আচরণ নিপীড়নের অবসান
(অনুচ্ছেদ ১২)।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন-
Created: 2 days ago
A
নূরুল আমিন
B
আ স ম আব্দুর রব
C
সিরাজ চৌধুরী
D
আ স ম সোহরাওয়ার্দী
জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় ২রা মার্চ, ১৯৭১ সালে।
- স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে।
- উত্তোলন করেন: ছাত্রনেতা আ. স. ম. আবদুর রব।
- বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পূর্বেই পাকিস্তান রাষ্ট্রকে প্রত্যাখ্যানের শামিল।
উল্লেখ্য,
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু ১৯৭২ সালে পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেন জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার।
- পটুয়া কামরুল হাসানের হাতেই আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে।

0
Updated: 2 days ago
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
Created: 5 days ago
A
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
B
হামিদুজ্জামান খান
C
গোপাল চন্দ্র পাল
D
হামিদুর রহমান
শহীদ মিনার
-
উদ্দেশ্য: শহীদদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভ।
-
প্রেক্ষাপট: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে।
-
প্রাথমিক নির্মাণ: ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে।
-
সংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোগ:
-
শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে একুশে ফেব্রুয়ারি উদযাপন নিশ্চিত করেন।
-
বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি।
-
নভেম্বর ১৯৫৭ সালে হামিদুর রহমান ও নোভেরা আহমেদ তত্ত্বাবধানে সংশোধিত আকারে নির্মাণ শুরু।
-
-
উদ্বোধন: ১৯৬৩ সালের ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক।
-
স্থান: ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা।

0
Updated: 5 days ago
জেলা অনুযায়ী সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব কোথায়? [আগস্ট - ২০২৫]
Created: 6 days ago
A
খাগড়াছড়ি
B
বান্দরবান
C
রাঙ্গামাটি
D
কক্সবাজার
রাঙ্গামাটি জেলার ভৌগোলিক অবস্থান পাহাড়ি হওয়ায় এখানে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ও অন্যান্য পরিসংখ্যান নিম্নরূপ।
-
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত।
-
তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় CPI পদ্ধতি, আর গণনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় Modified De-fecto পদ্ধতি।
-
দেশে মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হয় ১.১২%।
-
সাক্ষরতার হার ছিল ৭৪.৮০%।
-
জনসংখ্যার ঘনত্ব দাঁড়ায় প্রতি বর্গকিলোমিটারে ১১১৯ জন।
-
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মানুষ বাস করে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম মানুষ বাস করে।
-
জেলার হিসেবে রাঙ্গামাটি দেশের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট জেলা।

0
Updated: 6 days ago