বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের মূলনীতি (Fundamental Principles of State Policy) বর্ণিত হয়েছে?
A
৮–২৫ অনুচ্ছেদ
B
৯–২৫ অনুচ্ছেদ
C
৮–২৪ অনুচ্ছেদ
D
১০–২৭ অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ (Part II)-এ রাষ্ট্রের মূলনীতি বা Fundamental Principles of State Policy বর্ণিত হয়েছে। অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত এই নীতিসমূহ নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ:
-
সংবিধানের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৮-২৫ পর্যন্ত রাষ্ট্রপরিচালনার মূলনীতি নির্ধারিত।
-
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি বিষয়কে রাষ্ট্রের মৌলিক স্তম্ভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
-
উপরোক্ত চারটি নীতিসহ ২য় ভাগে বর্ণিত অন্যান্য নীতিও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে।
প্রধান নীতিসমূহের সংক্ষিপ্ত বিবরণ:
-
জাতীয়তাবাদ (অনুচ্ছেদ ৯):
ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যবদ্ধ বাঙালী জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। বাঙালী জাতির ঐক্য ও সংহতি হবে জাতীয়তাবাদের ভিত্তি। -
সমাজতন্ত্র (অনুচ্ছেদ ১০):
মানুষের উপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা রাষ্ট্রের লক্ষ্য। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই লক্ষ্য পূরণের মাধ্যম। -
গণতন্ত্র (অনুচ্ছেদ ১১):
প্রজাতন্ত্র হবে গণতান্ত্রিক, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। -
ধর্মনিরপেক্ষতা (অনুচ্ছেদ ১২):
ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সাম্প্রদায়িকতা অবসান, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেবে না, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, এবং কোনো ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ বা নিপীড়ন চলবে না।
0
Updated: 1 month ago
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৮০ সালে
D
১৯৯০ সালে
বিবিএস প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, জাতীয় পর্যায়ে পরিসংখ্যান কাজে সমন্বয় আনয়নের লক্ষ্যে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস):
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিভাগ সকল প্রকার পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে
-
অবস্থান: ঢাকার আগারগাঁও
সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন?
Created: 1 month ago
A
গোপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
রামপাল
সোমপুর মহাবিহার
-
প্রতিষ্ঠাতা: পাল বংশের দ্বিতীয় সম্রাট ধর্মপাল।
-
অবস্থান: নওগাঁ জেলায়।
-
গুরুত্ব: এটি তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার।
-
বিশেষতা: সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও ধর্মকেন্দ্র।
-
উৎখনন: পাহাড়পুরের উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে।
সূত্র:
0
Updated: 1 month ago
ঐতিহাসিক লাহোর প্রস্তাব কবে ও কোথায় উত্থাপিত হয়?
Created: 1 month ago
A
১৯৪০ সালের ২৩ মার্চ, লাহোরে
B
১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর, দিল্লিতে
C
১৯৪৬ সালের ৯ এপ্রিল, কলকাতায়
D
১৯৪৭ সালের ৩ জুন, করাচিতে
১৯৪০ সালের ২৩ মার্চ, লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিতি লাভ করে।
-
প্রস্তাবটি জিন্নাহর সভাপতিত্বে সভায় গৃহীত হয় এবং ইতিহাসে লাহোর প্রস্তাব নামে সুপরিচিত।
-
প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
-
প্রস্তাবে সরাসরি ‘পাকিস্তান’ শব্দ ব্যবহৃত হয়নি, তথাপি এটি মুসলিমদের পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
-
এই প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে স্বাধীন রাষ্ট্রের ধারণা সৃষ্টি করে।
-
কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।
সূত্র:
0
Updated: 1 month ago