বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়েছিল?
A
যশোর
B
গাজীপুর
C
টাঙ্গাইল
D
মেহেরপুর
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের
সূচনালগ্নে ১৯৭১ সালের মার্চ মাসেই গাজীপুরের জয়দেবপুর এলাকায় প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে।
মুক্তিযুদ্ধের
প্রথম সশস্ত্র প্রতিরোধ:
- ১৯৭১ সালের ১৯ মার্চে মহান
মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে
জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর
বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
- ১৯ মার্চ পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার জাহানজেব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের
সৈন্যদের সতর্কতা ও রাস্তায় আন্দোলনকারীদের
দেখে অস্ত্র জমা নেওয়ার আশা
ত্যাগ করে ঢাকায় ফিরছিলেন।
- এ সময় ছাত্র-জনতা
জয়দেবপুরের রেলক্রসিং এলাকা ও চান্দনা চৌরাস্তায়
তাদের বাধা দেন।
- এ সময় পাকিস্তনি বাহিনী
গুলি ছুড়লে ছাত্র-জনতা সশস্ত্র প্রতিরোধ
গড়ে তোলেন।
- পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত,
নিয়ামত, কানু মিয়া ও
মনু খলিফা। আহত হন আরও
অনেকে।
- এরই ধারাবাহিকতায় শুরু হয় সশস্ত্র
মুক্তি সংগ্রাম। তখন স্লোগান ওঠে
‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ
স্বাধীন করো’।
- পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ওটাই ছিল মুক্তিযুদ্ধের
প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।
বিশেষ
তথ্য:
- ১৯ মার্চের বীরত্বকে অমর করে রাখতে
১৯৭২-১৯৭৩ সালে গাজীপুরের
চৌরাস্তায় একটি ভাস্কর্য নির্মাণ
করা হয়।
- ‘জাগ্রত চৌরঙ্গী’ নামের এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের
প্রথম ভাস্কর্য।

0
Updated: 8 hours ago
“যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা”- উক্তিটি করেছেন -
Created: 2 weeks ago
A
জন ডাইসি
B
এরিস্টটল
C
জন লক
D
জন অস্টিন
আইন সম্পর্কিত বিখ্যাত উক্তি:
-
জন লক: “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা।”
-
এরিস্টটল: “আইন হচ্ছে আবেগহীন যুক্তি।” / “আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি।”
-
জন অস্টিন: “আইন সার্বভৌম শাসকের আদেশ।”
-
অধ্যাপক ডাইসি: “আইনের দৃষ্টিতে সবাই সমান।”
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হোসেন।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি?
Created: 6 days ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
১টি
বাংলাদেশের সংবিধান – প্রস্তাবনা সংক্রান্ত তথ্য
-
প্রস্তাবনার সংখ্যা: ১টি
-
প্রস্তাবনার ভাগ: ৫টি
প্রস্তাবনার ভাগসমূহ:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
সংক্ষিপ্ত তথ্য:
-
সংবিধান গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২
-
কার্যকর: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
মোট অনুচ্ছেদ: ১৫৩
-
ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
মূলনীতি: ৪টি

0
Updated: 6 days ago
URL এর পূর্ণরূপ-
Created: 2 weeks ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http
,https
,ftp
)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:
→ প্রটোকল নাম -
www.google.com
→ হোস্টনেইম -
maps
→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 2 weeks ago