কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
নারী ভোটাধিকার পাওয়া দেশ:
- নিউজিল্যান্ড ১৮৯৩ সালে নারীরা ভোট দেয়।
- বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দেওয়ার অধিকার পায়।
- তবে, তারা প্রার্থী হওয়ার
(elected) সুযোগ পায় বহু বছর পরে– ১৯১৯ সালে।
অন্যদিকে,
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়।
তবে, আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
• অন্যান্য দেশে নারীর ভোটাধিকার:
- ফিনল্যান্ড: ১৯০৬ সাল,
- যুক্তরাজ্য: ১৯১৮ (সীমিত), ১৯২৮ (সম্পূর্ণ),
- যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে।

0
Updated: 9 hours ago
CWC-এর লক্ষ্য কোন ধরনের অস্ত্র প্রতিরোধ করা?
Created: 19 hours ago
A
পারমাণবিক অস্ত্র
B
রাসায়নিক অস্ত্র
C
জৈবিক অস্ত্র
D
স্থলমাইন
Chemical Weapons Convention হলো একটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মাণ, মজুদ ও ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ (প্যারিসে) এবং কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭ থেকে। বর্তমানে এর মাধ্যমে ১৯৩টি দেশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে।
-
চুক্তির নিয়ন্ত্রণকারী সংস্থা হলো Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
OPCW-এর সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
-
মূল উদ্দেশ্য:
-
রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধ করা
-
বিদ্যমান রাসায়নিক অস্ত্র ধ্বংস নিশ্চিত করা
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিরোধ করা
-
শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা
-
উৎস:

0
Updated: 19 hours ago
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Created: 1 week ago
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়
-
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO)
-
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫)
-
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
-
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
-
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা
-
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
Amnesty International এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 9 hours ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
মন্ট্রিল
D
নাইরোবি
Amnesty
International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা।
- আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার - সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠা- ১৯৬১, লন্ডন।
- প্রতিষ্ঠাতা – পিটার বেনেনসন, এরিক বেকার।
- সদর দপ্তর- লন্ডন।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ ১৯৭৭ সালে।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

0
Updated: 9 hours ago