কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।
0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
Created: 1 month ago
A
৪৯ নং ধারা
B
১০৮ নং ধারা
C
৪৬ নং ধারা
D
১১০ নং ধারা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago
COP-30 কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
ভারত
B
চীন
C
ব্রাজিল
D
কানাডা
COP সম্মেলন হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের রূপরেখা সম্মেলন, যার পূর্ণরূপ Conferences of the Parties (COP)।
COP সম্মেলন:
-
জলবায়ু সংক্রান্ত এই সম্মেলন ১৯৯৪ সালে কার্যকর হয়।
-
প্রথম COP-১ অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে, জার্মানির বার্লিন শহরে।
-
UNFCCC ভুক্ত সদস্য দেশসমূহ এই সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-২৯ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ।
-
COP-৩০ ২০২৫ সালে ব্রাজিল-এ অনুষ্ঠিত হবে।
0
Updated: 1 month ago