'Soft Loan Window' নামে পরিচিত কোন সংস্থা?
A
ICSID
B
IMF
C
IDA
D
MIGA
উত্তরের বিবরণ
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA (International Development Association) অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে
IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ
IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে
IDA ঋণ প্রদান করে থাকে।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য - বুলগেরিয়া।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

0
Updated: 9 hours ago
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 1 week ago
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 3 weeks ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
Created: 9 hours ago
A
১৬ তম
B
১৮ তম
C
৩২ তম
D
১৫ তম
আব্রাহাম
লিংকন:
- আব্রাহাম লিংকন(Abraham Lincoln), মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
- গৃহযুদ্ধ: ১৮৬১-১৮৬৫ সালের
মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ অংশের
মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ যুদ্ধ হয়।
- গেটিসবার্গ যুদ্ধ: ১৮৬৩ সালের জুলাই
মাসে তিন দিনের একটি
গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উত্তর বাহিনীর
জয়ে শেষ হয়।
- প্রদান তারিখ: 'গেটিসবার্গ ভাষণ' ১৯ নভেম্বর ১৮৬৩
সালে।
- অবস্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
- অনুষ্ঠানের উদ্দেশ্য: গৃহযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে
গেটিসবার্গ জাতীয় সমাধিক্ষেত্রের উদ্বোধন।
- গেটিসবার্গ ভাষণের বিখ্যাত আব্রাহাম লিংকন।
• ভাষণের
মূল বিষয়বস্তু:
- সব মানুষের সমান সৃষ্টি হয়েছেন"মৌলিক স্বাধীনতা ও সমতার ওপর
গুরুত্বারোপ।
- যুক্তরাষ্ট্রের অবিচ্ছিন্নতা রক্ষার আহ্বান।
- যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশকে নতুন জীবন দিতে
প্রেরণা।
- সরকার “জনদের দ্বারা, জনদের জন্য, জনদের” চালিত থাকবে বলে প্রত্যয়।

0
Updated: 9 hours ago