জেনেভা কনভেনশনে কতটি চুক্তি রয়েছে?
A
৭টি
B
৩টি
C
৪টি
D
২টি
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন
-
সংজ্ঞা: আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে।
-
স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
-
গঠন: ৪টি চুক্তি (কনভেনশন) ও ৩টি প্রটোকল। একে সাধারণত চারটি রেডক্রস কনভেনশন বলা হয়।
চারটি কনভেনশন:
-
প্রথম কনভেনশন: আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা।
-
দ্বিতীয় কনভেনশন: সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; ১৯০৭ সালের ‘হেগ চুক্তি’ সংশোধন।
-
তৃতীয় কনভেনশন: যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
-
চতুর্থ কনভেনশন: সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উদ্দেশ্য: যুদ্ধকালীন সকল পক্ষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং হতাহতের পরিমাণ হ্রাস করা।
0
Updated: 1 month ago
ব্রিকসের সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
ব্রাজিল
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, যা প্রধানত emerging economies-এর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত।
-
পূর্ণরূপ: Brazil, Russia, India, China, South Africa
-
পূর্বনাম: BRIC
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সদস্য দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া
-
সর্বশেষ সম্মেলন: ১৭তম BRICS সম্মেলন, ৬-৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
পর্যবেক্ষক দেশসমূহ
-
আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম
-
তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে
উৎস:
0
Updated: 1 month ago
স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে-
Created: 2 months ago
A
বেরিং প্রণালী
B
জিব্রাল্টার প্রণালী
C
ডোভার প্রণালী
D
দার্দানেলিস প্রণালী
প্রণালী সম্পর্কিত তথ্য
১. জিব্রাল্টার প্রণালী
-
সংযোগ: আটলান্টিক মহাসাগর ↔ ভূমধ্যসাগর
-
ভূগোল: আফ্রিকা ↔ ইউরোপ
-
দেশসমূহ: স্পেন ↔ মরক্কো
২. ডোভার প্রণালী
-
সংযোগ: ইংলিশ চ্যানেল ↔ উত্তর সাগর
-
পথক: ফ্রান্স ↔ ব্রিটেন
৩. দার্দানেলিস প্রণালী
-
সংযোগ: ইজিয়ান সাগর ↔ মরমর সাগর
-
পথক: এশিয়া ↔ ইউরোপ
৪. বেরিং প্রণালী
-
সংযোগ: উত্তর সাগর ↔ বেরিং সাগর
-
পথক: আমেরিকা ↔ এশিয়া
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি কোনটি?
Created: 1 month ago
A
PTN
B
CTBT
C
NPT
D
CTB
Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) হলো একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার বৃদ্ধি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য গৃহীত।
চুক্তির প্রধান লক্ষ্য:
-
পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির বিস্তার রোধ করা।
-
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়া।
-
NPT হলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একমাত্র বাধ্যতামূলক বহুপাক্ষিক চুক্তি।
চুক্তির ইতিহাস ও বর্তমান অবস্থা:
-
স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ১৯৬৮ সাল
-
কার্যকর হয়: ১৯৭০ সাল
-
অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণ: ১১ মে, ১৯৯৫
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯১টি রাষ্ট্র (এর মধ্যে ৫টি পারমাণবিক অস্ত্রধারী)
-
NPT যেকোনো অস্ত্র সীমাবদ্ধতা বা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে বেশি রাষ্ট্র দ্বারা অনুমোদিত।
0
Updated: 1 month ago