পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
A
ভারত
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
ভারতের সংবিধান:
- ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান।
- এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত।
- বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত ও তুলনামূলকভাবে দুষ্পরিবর্তনীয় সংবিধান।
- সংবিধানে মোট রয়েছে:২৫টি অংশ, ৪৭০টি ধারা, ১২টি তফসিল, ১০৫টি সংশোধনী।
অপরদিকে,
- অলিখিত সংবিধান রয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে:
- ব্রিটেন (UK),
- স্পেন,
- নিউজিল্যান্ড,
- সৌদি আরব,
- ইসরায়েল।

0
Updated: 9 hours ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
Created: 2 days ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
আফগান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
-
প্রথম ঘোষণা: ১৯৫৪ সালের ৭ এপ্রিল, এক সংবাদ সম্মেলনে
-
সারসংক্ষেপ: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তবে পাশের রাষ্ট্রগুলোও দ্রুত সমাজতন্ত্রীদের দখলে চলে যেতে পারে; অর্থাৎ রাষ্ট্রগুলো “ডমিনো শৈলীতে” পতিত হবে।
-
প্রয়োগ ক্ষেত্র: দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা: এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা প্রদান
-
প্রচলনের সময়কাল: ১৯৫০–১৯৮৯ সাল পর্যন্ত
সূত্র:

0
Updated: 2 days ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 1 month ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago