ফ্রান্স ও জার্মানির মধ্যে সীমারেখা-
A
সনোরা লাইন
B
ম্যাজিনো লাইন
C
লাইন অব ডিমারকেশন
D
হিন্ডারবার্গ লাইন
উত্তরের বিবরণ
ম্যাজিনো লাইন হলো ফ্রান্স ও জার্মানির মধ্যে স্থাপনকৃত একটি প্রতিরক্ষা সীমারেখা, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নির্মিত হয়েছিল। এটি সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী এই লাইনকে পাশ কাটিয়ে প্রবেশ করতে সক্ষম হয়।
-
অবস্থান: ফ্রান্স ও জার্মানির সীমান্ত
-
উদ্দেশ্য: আগ্রাসন প্রতিহত করা
-
গঠন: শক্তিশালী কেল্লা, স্যান্ডব্যাগ, বাঙ্কার ও ট্যাঙ্ক বাধা
-
ফলাফল: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার্যকরতা হারায়
অন্যান্য উল্লেখযোগ্য প্রতিরক্ষা লাইনসমূহ:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
0
Updated: 1 month ago
২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
Created: 4 weeks ago
A
৭৮তম
B
৭৯তম
C
৮০তম
D
৮১তম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
সেপ্টেম্বর ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আনালেনা বায়ারবোক (Annalena Baerbock), যিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly):
-
সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এই পরিষদের সদস্য।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি।
-
সাধারণ পরিষদ প্রতি বছর একটি অধিবেশন আয়োজন করে, যা “সাধারণ অধিবেশন (Regular Session)” নামে পরিচিত।
-
জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (অনুচ্ছেদ ৯–২২)-এ সাধারণ পরিষদের গঠন, কার্যাবলি ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।
0
Updated: 4 weeks ago
ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
0
Updated: 1 month ago
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নাইরোবি, কেনিয়া
B
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
C
আবুজা, নাইজেরিয়া
D
আলজিয়ার্স, আলজেরিয়া
আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি আঞ্চলিক সংগঠন, যা মহাদেশের একতা, সহযোগিতা ও উন্নয়নে কাজ করে।
আফ্রিকান ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: African Union
-
পূর্ব নাম: Organization of African Unity
-
নামকরণ: জুলাই, ২০০২
-
সদর দপ্তর: আद्दিস আবাবা, ইথিওপিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (সেপ্টেম্বর, ২০২৫)
-
মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় AU-এ যোগদান করে
0
Updated: 1 month ago