ফ্রান্স ও জার্মানির মধ্যে সীমারেখা-
A
সনোরা লাইন
B
ম্যাজিনো লাইন
C
লাইন অব ডিমারকেশন
D
হিন্ডারবার্গ লাইন
উত্তরের বিবরণ
ম্যাজিনো
লাইন:
- ফ্রান্স ও জার্মানির মধ্যে একটি সীমারেখা।
- ম্যাজিনো লাইন ছিল ফ্রান্সের
একটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ,
- যা প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও
ইতালির সীমান্ত বরাবর নির্মাণ করা হয়েছিল।
- এটি সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য প্রতিরক্ষা
ব্যূহ হিসেবে বিবেচিত হতো।
- তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী
এই লাইনকে পাশ কাটিয়ে এবং
ভেঙে প্রবেশ করতে সক্ষম হয়।
অপরদিকে,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল
ও স্পেন,
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

0
Updated: 9 hours ago
সর্বপ্রথম ওপেকের সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
Created: 21 hours ago
A
কারাকাস, ভেনেজুয়েলা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
বাগদাদ, ইরাক
D
তেহরান, ইরান
ওপেক একটি আন্তর্জাতিক জোট, যেখানে তেল রপ্তানিকারক দেশগুলো একত্র হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের স্বার্থ রক্ষা ও নীতি সমন্বয়ের জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries (OPEC)
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: বাগদাদ কনফারেন্সের মাধ্যমে
-
প্রতিষ্ঠার প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর, ১৯৬০
-
প্রতিষ্ঠাস্থল: বাগদাদ, ইরাক
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা (মোট ৫টি)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল)
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
অতিরিক্ত তথ্য হিসেবে,
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; জানুয়ারি ২০১৬-তে পুনরায় সক্রিয় করে, তবে নভেম্বরে আবার স্থগিত করে
উৎস:

0
Updated: 21 hours ago
নিম্নের কোন সংগঠনটি FAO এর সদস্য হিসেবে পরিচিত?
Created: 1 day ago
A
EU
B
SAARC
C
AU
D
NATO
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 1 day ago
টেসলা কোন কোন ধরনের প্রতিষ্ঠান?
Created: 1 month ago
A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 1 month ago