বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
A
১৯৪৬ সালে
B
১৯৪৫ সালে
C
১৯৪৮ সালে
D
১৯৪৯ সালে
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক হল একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
-
প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরু: ১৯৪৬
-
মূল লক্ষ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন
-
সদস্য দেশ: ১৮৯টি রাষ্ট্র
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংক গ্রুপের গঠন:
-
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত
-
সংস্থাগুলি হল: IBRD, IDA, IFC, ICSID, MIGA
0
Updated: 1 month ago
The Palestine Liberation Organization (PLO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৫৯ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৬২ সালে
D
১৯৫৬ সালে
The Palestine Liberation Organization (PLO) হলো একটি ফিলিস্তিনি জাতীয়তাবাদী জোট, যা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি জনগণের সরকারী প্রতিনিধি হিসেবে স্বীকৃত।
-
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে।
-
PLO প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
-
১৯৬৯ সালে PLO-এর বৃহত্তম দল ফাতাহ-এর নেতা যাসির আরাফাত সংস্থার চেয়ারম্যান হন।
-
১৯৭৪ সাল থেকে PLO জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
0
Updated: 1 month ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 2 months ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 1 month ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
0
Updated: 1 month ago