বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
A
১৯৪৬ সালে
B
১৯৪৫ সালে
C
১৯৪৮ সালে
D
১৯৪৯ সালে
উত্তরের বিবরণ
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
বিশ্বব্যাংক :
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি. তে।
এছাড়াও,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD, IDA, IFC, ICSID, MIGA.

0
Updated: 9 hours ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 1 month ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 1 week ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:

0
Updated: 1 week ago
গোবি মরুভূমি কোন দুইটি দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ভারত ও নেপাল
B
মঙ্গোলিয়া ও চীন
C
মঙ্গোলিয়া ও রাশিয়া
D
চীন ও পাকিস্তান
গোবি মরুভূমি
-
অবস্থান: এশিয়া, চীনের উত্তর ও উত্তরপূর্ব এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ
-
বিশ্বের অবস্থান: পঞ্চম বৃহত্তম মরুভূমি
-
ধরন: প্রধানত পাথুরে ও খরাময়, বালির চেয়ে কঙ্কর ও পাথরের আধিক্য
-
ভূগঠন: সমতল থেকে কিছুটা উঁচু এবং পার্বত্য এলাকা
-
বিশেষত্ব: এশিয়ার বৃহত্তম মরুভূমি
অন্যান্য বিখ্যাত মরুভূমি ও অবস্থান:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া

0
Updated: 1 month ago