বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
উত্তরের বিবরণ
বৈকাল
হ্রদ:
- যা দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায়
অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ
হিসেবে এটি খ্যাত।
- যা আয়তনের দিক থেকে নয়
বরং পানির পরিমাণ বা আয়তন (volume) অনুসারে
প্রথম।
- পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কমপক্ষে
২২% মিঠা পানি এই
হ্রদে সংরক্ষিত।
- উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও তা লেক বাইকাল
পূর্ণ করতে পারে -
- বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ।
- এটি বিশ্বের অন্যতম স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবেও পরিচিত।
অপরদিকে,
- ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার।
- টাঙ্গানিকা হ্রদ: এটি বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ।
- সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

0
Updated: 9 hours ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 1 month ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
CIA এর সদর দপ্তর কোথায়?
Created: 2 days ago
A
নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র
B
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
C
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
D
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
CIA (Central Intelligence Agency) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে
-
সদরদপ্তর: ল্যাংলি, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান পরিচালক: উইলিয়াম জে. বার্নস
সূত্র:

0
Updated: 2 days ago
ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 21 hours ago
A
৭১টি
B
৬৯টি
C
৬৫টি
D
৬০টি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) একটি আঞ্চলিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ আগস্ট, ১৯৬৬
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৯টি দেশ [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে
-
১৯টি দেশ অন্যান্য অঞ্চল থেকে
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল (সেপ্টেম্বর ২০২৪-এ যুক্ত হয়)
-
বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ঐতিহাসিক তথ্য
-
এশীয় উন্নয়ন ব্যাংক প্রথমে ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল
-
প্রথম সভাপতি: তাকেশি ওয়াতানাবে
উৎস:

0
Updated: 21 hours ago