A
ক্রনোমিটার
B
ওডোমিটার
C
ট্যাকোমিটার
D
ক্রোসকোগ্রাফ
উত্তরের বিবরণ
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার।
অন্যদিকে,
উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্র - ক্রেসকোগ্রাফ।
মোটর গাড়ির গতি নির্নায়ক যন্ত্র - ওডোমিটার।
সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রোনোমিটার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
Created: 2 weeks ago
A
ব্যারোমিটার
B
সেক্সট্যান্ট
C
সিসমোগ্রাফ
D
ম্যানোমিটার
ভূমিকম্প সনাক্ত করার যন্ত্রকে সিসমোগ্রাফ বলা হয়।
-
সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করে সূর্যের উচ্চতা কোণ মাপা হয়, যা থেকে অক্ষাংশ নির্ণয় করা সম্ভব।
-
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।
-
গ্যাসের চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হলো ম্যানোমিটার।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago