Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
A
J. Robert Oppenheimer
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Masato Kanda
উত্তরের বিবরণ
Rotary International হল একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক অগ্রগামী সংগঠন, যা সমাজ ও পেশাগত নেতৃত্বের উন্নয়নে কাজ করে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি, তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সমাজ ও পেশাগত কাজে নেতৃত্বদানকারী ব্যক্তিদের একত্র করা
-
Service Above Self – নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে সেবা প্রদান
-
আন্তর্জাতিক সেবা ও মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি এবং নৈতিকতার উন্নয়ন
-
স্থানীয় ও বৈশ্বিক স্তরে সামাজিক পরিবর্তন ও উন্নয়নে অবদান রাখা
0
Updated: 1 month ago
রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত হন না কোন কূটনৈতিক ব্যক্তি ?
Created: 1 month ago
A
রাষ্ট্রদূত
B
হাইকমিশনার
C
কূটনৈতিক মন্ত্রী
D
চার্জ দ্য এফেয়ার্স
Chargé d’Affaires (চার্জ দ্য এফেয়ার্স) হলো কূটনৈতিক মিশনের প্রধান, যারা সাধারণত রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে বা স্বল্পমেয়াদী দায়িত্বে নিয়োজিত থাকেন এবং সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে নয়, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করেন।
-
রাষ্ট্রদূত (Ambassador): সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত এবং কূটনৈতিক মিশনের প্রধান
-
হাইকমিশনার (High Commissioner): কমনওয়েলথ দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূতের সমতুল্য, রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত
-
কূটনৈতিক মন্ত্রী (Minister): রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত, তবে মর্যাদায় রাষ্ট্রদূতের নিচে
0
Updated: 1 month ago
MERCOSUR গঠনে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
Created: 2 months ago
A
Treaty of Asuncion
B
Treaty of Lima
C
Treaty of Montevideo
D
Treaty of Buenos Aires
MERCOSUR
-
পূর্ণরূপ: Southern Common Market
-
সংজ্ঞা: দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য গোষ্ঠী।
-
প্রতিষ্ঠা তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asunción
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫টি — আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা
-
ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত: ২০১৬
-
-
সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া
-
পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড
-
উদ্দেশ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ
-
বাণিজ্য ও পণ্য, সেবা, মূলধন, শ্রমের মুক্ত প্রবাহ নিশ্চিত করা
-
সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
উৎস: Britannica ওয়েবসাইট, Mercosur ওয়েবসাইট
0
Updated: 2 months ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica
0
Updated: 2 months ago