Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
A
J. Robert Oppenheimer
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Masato Kanda
উত্তরের বিবরণ
Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি
১৯০৫।
- প্রতিষ্ঠাতা:
Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of
Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois,
United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায়
কার্যক্রম পরিচালিত হয়)।
• লক্ষ্য
ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে
নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ
স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

0
Updated: 9 hours ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 9 hours ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
-হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।

0
Updated: 9 hours ago
বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
১৯৫০ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫২ সালে
বার্ট্রান্ড রাসেল ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী এবং সামাজিক আন্দোলনের নেতা, যিনি যুক্তি, নৈতিকতা ও সমাজ বিষয়ে গভীর বিশ্লেষণ করেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ও শান্তিকামী দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত।
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
তিনি একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী এবং সমাজ সমালোচক।
-
যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদের বিরোধী হিসেবে খ্যাত।
-
১৯৫০ সালে নোবেল পুরস্কার (সাহিত্য) অর্জন করেন।
-
তাঁর প্রখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে Political Ideals।
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
উৎস:

0
Updated: 1 week ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 1 month ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 1 month ago