জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
ওয়াশিংটন
B
নিউইয়র্ক
C
জেনেভা
D
লন্ডন
উত্তরের বিবরণ
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

0
Updated: 9 hours ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 1 month ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।

0
Updated: 1 week ago
মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 days ago
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:

0
Updated: 2 days ago