COMESA কোন ধরণের সংগঠন?
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
উত্তরের বিবরণ
- COMESA একটি
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল জোট।
COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market
for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার
২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area
(PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়।
- এর লক্ষ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার
দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

0
Updated: 9 hours ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago
’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
Created: 1 week ago
A
ইটালি
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
ফ্রান্স
Human Rights Watch (HRW) হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন করে।
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৭৮ সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, যা ১৯৮৮ সালে Human Rights Watch নামে পরিচিতি লাভ করে।
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা
-
পরবর্তীতে কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়
-
১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 1 week ago