COMESA কোন ধরণের সংগঠন?
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
উত্তরের বিবরণ
COMESA (The Common Market for Eastern and Southern Africa)
-
ধরন: আঞ্চলিক অর্থনৈতিক জোট
-
সংখ্যা: ২১টি দেশ অন্তর্ভুক্ত
-
প্রতিষ্ঠার পূর্বসূরি: Preferential Trade Area (PTA), ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও সামষ্টিক উন্নয়ন সাধন
-
বৈশিষ্ট্য:
-
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তি
-
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজির মুক্ত চলাচল প্রচার
-
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক
-
0
Updated: 1 month ago
মাদাগাস্কার দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আটলান্টিক মহাসাগরে
B
ভারত মহাসাগরে
C
চীন মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
মাদাগাস্কার (Madagascar)
-
অবস্থান: পূর্ব আফ্রিকার উপকূলের পাশে, ভারত মহাসাগরে
-
প্রকার: দ্বীপদেশ
-
বিশ্বে স্থান: দ্বিতীয় বৃহত্তম দ্বীপদেশ
-
আয়তন: প্রায় ৫৯২,৮০০ বর্গকিলোমিটার
-
ভৌগোলিক বিভাগ: দেশটি তিনটি সমান্তরাল অক্ষাংশীয় অঞ্চলে বিভক্ত
উৎস: World Atlas
0
Updated: 2 months ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 months ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 2 months ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট
0
Updated: 2 months ago