আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
A
১৬ তম
B
১৮ তম
C
৩২ তম
D
১৫ তম
উত্তরের বিবরণ
আব্রাহাম লিংকন এবং গেটিসবার্গ ভাষণ
-
আব্রাহাম লিংকন: মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
-
গৃহযুদ্ধ: ১৮৬১–১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর (Union) ও দক্ষিণ (Confederacy) অংশের মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ যুদ্ধ।
-
গেটিসবার্গ যুদ্ধ: ১৮৬৩ সালের জুলাই মাসে তিন দিনের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উত্তর বাহিনীর জয় দিয়ে শেষ হয়।
-
গেটিসবার্গ ভাষণ:
-
প্রদান তারিখ: ১৯ নভেম্বর ১৮৬৩
-
স্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র
-
উদ্দেশ্য: গৃহযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে গেটিসবার্গ জাতীয় সমাধিক্ষেত্রের উদ্বোধন
-
-
ভাষণের মূল বিষয়বস্তু:
-
সব মানুষের সমান সৃষ্টি হওয়া—মৌলিক স্বাধীনতা ও সমতার ওপর গুরুত্বারোপ
-
যুক্তরাষ্ট্রের ঐক্য ও অবিচ্ছিন্নতা রক্ষা করা
-
যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশকে নতুন জীবন দিতে প্রেরণা
-
সরকার “জনদের দ্বারা, জনদের জন্য, জনদের” চালিত হবে—গণতন্ত্রের অপরিহার্য দৃষ্টিভঙ্গি
-
0
Updated: 1 month ago
FBI কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
ব্রিটেন
D
ইসরায়েল
FBI হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার পূর্ণ নাম Federal Bureau of Investigation।
-
এটি ২৬ জুলাই, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়।
-
সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
-
সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি।
-
ডিসেম্বর, ২০২৪ সালে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের CIA (Central Intelligence Agency) মূলত বিদেশী গোয়েন্দাগিরি ও সিক্রেট অপারেশন পরিচালনা করে।
0
Updated: 1 month ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)
0
Updated: 2 months ago
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
J. Robert Oppenheimer
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Masato Kanda
Rotary International হল একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক অগ্রগামী সংগঠন, যা সমাজ ও পেশাগত নেতৃত্বের উন্নয়নে কাজ করে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি, তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সমাজ ও পেশাগত কাজে নেতৃত্বদানকারী ব্যক্তিদের একত্র করা
-
Service Above Self – নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে সেবা প্রদান
-
আন্তর্জাতিক সেবা ও মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি এবং নৈতিকতার উন্নয়ন
-
স্থানীয় ও বৈশ্বিক স্তরে সামাজিক পরিবর্তন ও উন্নয়নে অবদান রাখা
0
Updated: 1 month ago