আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
A
১৬ তম
B
১৮ তম
C
৩২ তম
D
১৫ তম
উত্তরের বিবরণ
আব্রাহাম
লিংকন:
- আব্রাহাম লিংকন(Abraham Lincoln), মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
- গৃহযুদ্ধ: ১৮৬১-১৮৬৫ সালের
মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ অংশের
মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ যুদ্ধ হয়।
- গেটিসবার্গ যুদ্ধ: ১৮৬৩ সালের জুলাই
মাসে তিন দিনের একটি
গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উত্তর বাহিনীর
জয়ে শেষ হয়।
- প্রদান তারিখ: 'গেটিসবার্গ ভাষণ' ১৯ নভেম্বর ১৮৬৩
সালে।
- অবস্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
- অনুষ্ঠানের উদ্দেশ্য: গৃহযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে
গেটিসবার্গ জাতীয় সমাধিক্ষেত্রের উদ্বোধন।
- গেটিসবার্গ ভাষণের বিখ্যাত আব্রাহাম লিংকন।
• ভাষণের
মূল বিষয়বস্তু:
- সব মানুষের সমান সৃষ্টি হয়েছেন"মৌলিক স্বাধীনতা ও সমতার ওপর
গুরুত্বারোপ।
- যুক্তরাষ্ট্রের অবিচ্ছিন্নতা রক্ষার আহ্বান।
- যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশকে নতুন জীবন দিতে
প্রেরণা।
- সরকার “জনদের দ্বারা, জনদের জন্য, জনদের” চালিত থাকবে বলে প্রত্যয়।

0
Updated: 9 hours ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 3 weeks ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 1 month ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
হংকং
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ: তাইওয়ান
-
প্রধান কারণ: প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া।
-
প্রধান প্রতিষ্ঠান: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)
-
এটি বিশ্বের সবচেয়ে বড় ও উন্নত চিপ নির্মাতা।
-
গ্রাহকরা: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬% এর বেশি কাস্টম চিপ উৎপাদন করে।
-
উৎস: World Population Review.

0
Updated: 1 month ago